বাংলা হান্ট ডেস্কঃ আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে গিয়ে আপনাকেও কি সমস্যায় পড়তে হয়েছে? বিশেষত গ্রামে-গঞ্জে এনরোলমেন্ট সেন্টার না থাকায় এতদিন এই সমস্যা ছিল খুবই স্বাভাবিক। শুধু মোবাইল নম্বর নয় অনেকক্ষেত্রে আধার কার্ডের নাম, নামের বানান, ঠিকানার ক্ষেত্রেও বড়সড় ভুল চোখে পড়ে। কিন্তু তা ঠিক করতে গিয়ে বড় ভোগান্তির মুখে পড়তে হতো গ্রাহকদের। অথচ আধার কার্ডের গ্রহণযোগ্যতা এখন সবচেয়ে বেশি। সাধারণভাবে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে গেলেও আধার কার্ড জমা দেওয়ার প্রয়োজন পড়ে।
আর তাই এবার এধরনের ভুলগুলি সমাধান করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। বাড়িতে বসেই যাতে আপনি আধারের সঙ্গে মোবাইল নম্বর যোগ করতে পারেন তার জন্য ইন্ডিয়া পোস্ট বা ডাক বিভাগের সঙ্গে গাঁটছড়া বাঁধলো UIDAI। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য http://ippbonline.com এই ওয়েবসাইটে যোগাযোগ করতে অবশ্য দেওয়া হয়েছে গ্রাহকদের।
জানানো হয়েছে এবার থেকে বাড়িতে বসেই মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত করতে পারবেন আপনি। যদি নাম-ঠিকানা বা অন্যান্য ক্ষেত্রে কোন ভুল থাকে এবং মোবাইল নম্বর যুক্ত না থাকে সেক্ষেত্রে ডাক সেবকরা এসে বাড়িতে বসে ঠিক করে দিয়ে যাবেন সেই ভুলগুলি।
Now a resident Aadhaar holder can get his mobile number updated in Aadhaar by the postman at his door step.
👉👉@IPPBOnline launched today a service for updating mobile number in Aadhaar as a Registrar for @UIDAI . pic.twitter.com/TGjiGhHPeG
— PIB_INDIA Ministry of Communications (@pib_comm) July 20, 2021
ভারতীয় যোগাযোগ মন্ত্রণালয় তরফে করা একটি টুইটে বলা হয়েছে, “এবার বাড়িতে বসেই পোস্টম্যানের সাহায্যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত বা আপডেট করা যাবে।” এক্ষেত্রে ভুলের সম্ভাবনা অনেকটাই কমবে তা বলাই বাহুল্য। তাছাড়া করোনা পরিস্থিতিতে বিভিন্ন এনরোলমেন্ট সেন্টারে লাইন দিয়ে যে ভোগান্তি পোহাতে হচ্ছিল গ্রাহকদের তাও অনেকটাই কমবে।