খুনে অভিযুক্ত সুশীল কুমারের ছবি পোস্ট করে ভারতীয় দলকে শুভেচ্ছা, ফের ট্রোলড আলিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ট্রোল হওয়া আলিয়া ভাটের (alia bhatt) কাছে নতুন নয়। বলিউডে পা রাখার সময় থেকেই ট্রোল হওয়া একেবারে জলভাত করে ফেলেছেন তিনি। কখনো বাবা মহেশ ভাটকে জড়িয়ে সমালোচিত হন তিনি আবার কখনো নিজের ‘বুদ্ধিমত্তা’র প্রমাণ দেওয়ার জন‍্য তুমুল ট্রোলড হন। এবারেও দ্বিতীয়টাই হয়েছে অভিনেত্রীর সঙ্গে।

অতি সম্প্রতি শুরু হয়েছে ২০২০ টোকিও অলিম্পিক্স। গোটা দেশবাসীর মতো আলিয়াও ভারতীয় প্রতিযোগীদের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু তিনি যে ছবিটি পোস্ট করেছিলেন সেটি ২০১২ সালের অলিম্পিকের। উপরন্তু সেই ছবিতে ভারতের পতাকা হাতে প্রথম সারিতেই রয়েছেন পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার।


তবে তিনি এখন খুনের দায়ে জেলের ঘানি টানছেন। কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভুল করে ওই পুরনো ছবিটিই শেয়ার করে দেন আলিয়া। তা ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অবশ‍্য তার পরপরই ভুল বুঝতে পেরে ছবিটি মুছে ফেলেন আলিয়া। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়েই গিয়েছে।

মুহূর্তে একের পর এক ট্রোল উড়ে আসতে থাকে আলিয়ার দিকে। একজন লেখেন, মাথায় বুদ্ধি একটু কম। ক্ষমা করে দিন ওঁকে। আবার আরেকজনের বক্তব‍্য, আলিয়া যে ভারতীয় ক্রিকেট দলের ছবি পোস্ট করে দেননি এতেই তিনি খুশি। আবার একজন কফি উইথ করনের পুরনো এপিসোডের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, আলিয়া আর জেনারেল নলেজ তো কখনোই একসঙ্গে থাকতে পারে না।

একা আলিয়া না, ভুল করে ট্রোলড হয়েছেন অভিনেত্রী টিসকা চোপড়াও (tisca chopra)। ভারতের হয়ে অলিম্পিকে প্রথম পদকজয়ী মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে ইন্দোনেশিয়ার প্রতিযোগী আয়শা উইন্ডি ক‍্যান্টিকার ছবি পোস্ট করে ফেলেন তিনি। নেটিজেনরা প্রতিক্রিয়া দিতে শুরু করলেই নিজের ভুল বুঝে টুইটটি মুছে দেন টিসকা।

অনিচ্ছাকৃত ভুলের জন‍্য ক্ষমাও চান তিনি। তবুও বন্ধ হয়নি ট্রোল। বিনোদনের সুযোগ পেয়ে কি আর অত সহজে ছাড়ে নেটিজেনরা! তবে অপ্রস্তুত হননি অভিনেত্রী। বরং ট্রোল করা টুইটগুলিই ফের শেয়ার করে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন টিসকা।

X