বেকারত্বের হারে প্রথম চারে বাংলা! কোন রাজ্য কত নম্বরে, রইল সম্পূর্ণ তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ করোনার জেরে সবচেয়ে বড় আঘাত যে পড়েছে অর্থনীতিতে, এ নিয়ে কোন সন্দেহ নেই। অর্থনীতিতে তীব্র ধ্বসের জেরে বেড়েছে বেকারত্বের পরিমাণও। মধ্যবিত্ত থেকে ফের একবার নিম্নবিত্তে নেমে গিয়েছেন কোটি কোটি মানুষ। কোথায় কত শতাংশ মানুষ কর্মহীন হয়েছেন এবার তার সম্পূর্ণ তথ্য পেশ করল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই (CMIE)। আশার কথা হলো সিএমআইই প্রকাশিত তথ্য অনুযায়ী ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। আস্তে আস্তে কমছে বেকারত্বের সংখ্যা।

1 91

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দেওয়া তথ্য অনুযায়ী, করোনার জেরে সব থেকে বেশি বেকারত্ব বেড়েচ্ছিল গত মে মাসে। এই সময় বেকারত্বের পরিমাণ ছিল প্রায় ১১.৯০%। বিশেষত শহরে বেকারত্বের পরিমাণ ছিল অনেকটাই বেশি। প্রায় ১৪.৭৩ শতাংশ মানুষ ছিলেন কর্মহীন। তুলনায় গ্রামে কর্মহীনতার হার ছিল কিছুটা কম (১০.৬৩%)। অবশ্যই মনে রাখতে হবে এই সময় চলছিল লকডাউন।

এখন লকডাউন উঠে গিয়েছে, সংক্রমণের হারও অনেক কম। তাই নতুন করে চাকরিতে ফিরছেন অনেকেই। সিএমআইই প্রকাশিত তথ্যে মিলল সেই আভাসও। তাদের সার্ভে অনুযায়ী, গত জুন মাসে ভারতে বেকারত্বের হার ছিল ৯.১৭%। অবশ্য এক্ষেত্রে শহরে বেকারত্বের পরিমাণই বেশি। তবে আশাপ্রদ ভাবে ১৪.৭৩% থেকে তা কমে দাঁড়িয়েছিল ১০.০৭% এ। সর্বশেষ ২৪ জুলাই অবধি প্রাপ্ত ডেটা অনুযায়ী, বর্তমানে তা আরও কিছুটা কমেছে। এই মুহূর্তে ভারতে কর্মহীনতার হার ৭.১৭ শতাংশ। এখনও শহরের ক্ষেত্রে কর্মহীনতার ৮.৩৫ শতাংশ হলেও তা যে আগের তুলনায় অনেকটাই কম তা বলাই বাহুল্য। অন্যদিকে বর্তমানে গ্রামে বেকারত্বের হার ৬.৬৩ শতাংশ।

job

তবে দেশের ক্ষেত্রে চিত্রটা আশাপ্রদ হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিত্রটা ততখানি সুখকর নয়। এই মুহূর্তে সবচেয়ে বেশি বেকারত্বের সমস্যায় ভুগছে যে রাজ্যগুলি, সেই তালিকার বেশ উপরের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ। তালিকা অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে। এক্ষেত্রে বঙ্গের স্থান রাজস্থানের (২৬.২%) পরেই। এ রাজ্যে বেকারত্বের হার ২২.১০%। কর্মহীনতার হারের ক্ষেত্রে সবচেয়ে শীর্ষে অবশ্য রয়েছে পুদুচেরি। কেন্দ্র শাসিত এই অঞ্চলে বেকারত্বের হার ৪৭.১%।

অন্যদিকে কর্মহীনতার হার একেবারে শূন্য সিকিমে। এক্ষেত্রে খুব কাছাকাছি রয়েছে আসামও। সেখানে বর্তমানে কর্মহীনতায় হার মাত্র ০.৬%। অন্যদিকে স্বস্তিকর অবস্থায় রয়েছে গুজরাটও। সেখানে কর্মহীনতার হার মাত্র ১.৮%। সেইদিক দেখতে গেলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেকারদের অবস্থা যে শোচনীয় তা বলাই বাহুল্য।

Abhirup Das

সম্পর্কিত খবর