BREAKING: ইস্তফা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের রাজনীতিতে আরও একবার ভুমিকম্প দেখা দিল। সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা নিজের পদ থেকে পদত্যাগ করলেন। কর্ণাটকে বিজেপি সরকারের দুই বছর পূর্ণ হওয়ার অবসরেই তিনি ইস্তফা দিলেন। এখন সবার প্রশ্ন একটাই, এবার কে হবেন মুখ্যমন্ত্রী?

নিজের ইস্তফার কথা ঘোষণা করে ইয়েদুরাপ্পা বলেন, কর্ণাটকের মানুষের জন্য আমাকে এখনও অনেক কাজ করতে হবে। আমাদের সবাইকে আরও পরিশ্রম করতে হবে। ইয়েদুরাপ্পা বলেন, আমি সবসময় অগ্নিপরীক্ষা দিয়েছি।

বলে দিই, কর্ণাটকের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই জল্পনা উঠেছিল যে, মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা নিজের পদ ছাড়তে পারেন। ইয়েদুরাপ্পা দিল্লী গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। তখন থেকেই ওনার ইস্তফার সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছিল।

সম্পর্কিত খবর

X