ফের স্বমহিমায় সৌমিত্র, তৃণমূলে বিরুদ্ধে এক সপ্তাহব্যাপী গণ আন্দোলনের ডাক সাংসদের

কলকাতাঃ দিল্লীর সফর শেষ করে বাংলায় ফিরে এসেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। দিল্লী থেকে ফিরে সে হেস্টিংসে বিজেপির কার্যালয়ে রবিবার প্রায় তিন ঘণ্টা বৈঠক হয় বিজেপির যুব মোর্চার। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষও। বিজেপির এই বৈঠকে সাংসদ সৌমিত্র খাঁ স্বাগত ভাষণ দেন, এরপর একে একে বিজেপির অন্যান্য নেতৃত্বরা ভাষণ দেন।

সৌমিত্রবাবু এই বৈঠকে সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের প্রতি যে বক্তব্য দেওয়া ঠিক হয় নি, সেটা স্বীকার করেন। পাশাপাশি তিনি এও বলেন যে, আমি দল বিরোধী কোনদিনও ছিলাম না। আর আগামী দিনেও দল বিরোধী কাজ করব না। আমি এর বিপরীতে রাজ্যের সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বুঝিয়ে দেব যে আমি কী। সৌমিত্র খাঁ আগস্ট মাসের ৯ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদলের দিনে সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় পরপর দুটি বিস্ফোরক পোস্ট করে রাজ্য রাজনীতি তোলপাড় করেছিলেন। প্রথমে তিনি যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফার ঘোষণা করেন, দ্বিতীয় পোস্টে তিনি কারও নাম না নিয়ে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। যদিও, এখন সেসব অতীত। আর তিনি দিল্লী গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে এও জানিয়েছেন যে, ওনার কারও প্রতি রাগ-ক্ষোভ নেই। তিনি সবাইকে একসঙ্গে নিয়েই চলতে চান।

সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামী ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিজেপির যুব মোর্চা তৃণমূল সরকারের বিরুদ্ধে মাঠে নামবে। বেকরত্বের বৃদ্ধি, ভ্যাকসিন কেলেঙ্কারি, ভুয়ো আইএএস, বিজেপির কর্মীদের হত্যা এবং সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে বিজেপির যুব মোর্চা।

কিছুদিন আগেই সৌমিত্রবাবু নিজের সংসদীয় কেন্দ্র থেকে হুঙ্কার দিয়ে বলেছিলেন যে, আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিষ্ণুপুর থেকে শূন্য আসন পাবে। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় পরপর দুটি বিস্ফোরক পোস্টের মোহ কাটিয়ে সৌমিত্রবাবু আবারও ছন্দে ফিরতে চাইছেন। বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব ওনার উপর ভরসা রেখে ওনাক যুব মোর্চার দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়াতে বেশ উৎসাহিত তিনি।


Koushik Dutta

সম্পর্কিত খবর