বউ ঘুমিয়ে পড়লে শ্যালিকার সঙ্গে দেদার পার্টি করত রাজ কুন্দ্রা, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিখ্যাত বলি অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রায় দিন সাতেক হয়ে গেল। আর তারপর থেকেই ধনকুবের রাজের বিষয়ে নানা খবর রীতিমতো শোরগোল ফেলেছে সংবাদমাধ্যমে। জানা গিয়েছে তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই রাজিব গোপন আলমারি থেকে আবিষ্কার করেছেন একটি সার্ভার। যা থেকে অনেক ফাইল ডিলিট করে দেওয়া হয়েছে। এখন এই ফাইলগুলি খুঁজে বের করার চেষ্টাই চালিয়ে যাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা৷ শুধু তাই নয় জানা গিয়েছে, ২৭ জুলাই অব্দি পুলিশ হেফাজতে থাকবে হবে এই ধনকুবেরকে।

কারণ তার নামে এখন আগুনের মতো ছড়াচ্ছে নানা খবর। পর্ন ছবি তৈরি করার অপরাধে এমনিতেই এখন জর্জরিত রাজ। তারপর কিছুদিন আগেই জনপ্রিয় মডেল সাগরিকা শোনার (Sagarika Shonar) তার বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাকে অডিশনে নগ্ন হতে বলা হয়েছিল। এবার এই পর্ন কান্ডে নাম জোরালো শিল্পার বোন শমিতারও (Shamita Shetty)। গহনা বশিষ্ট (Gahena Bashishth)  আগেই অভিযোগ তুলেছিলেন, “শমিতাকে নিয়ে ছবি বানানোর ইচ্ছা ছিল রাজের!”

সেই সূত্র ধরেই ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। ভেসে আসে একাধিক কুরুচিকর মন্তব্য। এবার ভাইরাল হলো বিখ্যাত কমেডি শো “কমেডি নাইটস উইথ কপিল”-এর একটি ক্লিপ। বলিউডের বিখ্যাত অভিনেত্রী হওয়া সত্ত্বেও শিল্পাকে তেমনভাবে পার্টিতে দেখা যায় না এ প্রসঙ্গে রাজ মজা করে বলেন, “সন্ধ্যা ৭টায় খাবারদাবার খেয়ে রাত ৯টার মধ্যে বই শেষ করে শিল্পা ঘুমিয়ে পড়ে। আর রাতের বেলায় পার্টি করতে হলে তখন আমি সোজা ফোন করি শমিতাকে। আমরা দু’জনেই পার্টিপ্রেমী। আর এই কারণেই তো শমিতাকে বিয়ের জন্য জোর করতে চাইছি না।”

যদিও আগে তেমনভাবে কোন কটাক্ষ তৈরি হয়নি এই ভিডিওটিকে কেন্দ্র করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ভিডিওটির অন্য মানে খুঁজে বের করার চেষ্টা করছেন অনেকেই। নিজেকে ফিট রাখতে সবকিছুই সময়মতো করেন শিল্পা। আর এই কারনেই ৪৬ বছর বয়সেও বলিউডে তিনি এখনও লাস্যময়ী। কিন্তু শমিতা পার্টি প্রেমী, পার্টি প্রেমী রাজও। সেই সূত্র ধরেই সম্পর্কের অন্য মানে খুঁজে বের করার চেষ্টা করছেন নেটিজেনদের একাংশ। সম্প্রতি শিল্পার ছবি ‘হাঙ্গামা-২’ এর প্রমোশন করতে গিয়েও যথেষ্ট ট্রোলের সম্মুখীন হন শমিতা।

 

X