বাসের ছাদে হুল্লোড়ের মুডে বেশ কয়েকজন যাত্রী, ব্রেক কষতেই হুড়মুড়িয়ে পড়ল রাস্তায়! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ হাতে মোবাইল থাকার দৌলতে গোটা পৃথিবীটাই এখন আমাদের মুঠোয় বন্দী। আর সেই মোবাইলের মাধ্যমে স্যোশাল মিডিয়ায় দৌলতে ঘরে বসেই আমার অনেক নিত্যনতুন জিনিস দেখতে পাই। তবে বর্তমান সময়ে মোবাইলে স্ক্রল করতে করতে পছন্দের তালিকার একেবারে প্রথমেই রয়েছে ভাইরাল ভিডিও (viral video)। আর সেই ভিডিও একবার মনে ধরে গেলে, তা সকলের সঙ্গে ভাগ করে নিতেও আমরা দ্বিমত করি না।

তবে অনেক সময় এই ভাইরাল ভিডিও কখনও হয় মজার, কখনও বা দুঃখের। আবার এমনও অনেক ভাইরাল ভিডিও দেখা যায়, যা কিছুটা শিক্ষণীয়ও বটে। সেসব ভিডিও দেখে বাস্তব জীবনে কিছুটা শিক্ষা নেওয়াও প্রয়োজন সাধারণ মানুষের। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা থেকে শিক্ষা নেওয়াটাই জরুরী সকলের জন্য।

আগে দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিও-

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বাসের উপর বসে রয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। তাঁরা বেশ হুল্লোড়ের মুডেই ছিলেন। ভিড় রাস্তার মধ্যে বেশ খোশ মেজাজেই দেখা যাচ্ছিল তাঁদের। হঠাৎই সজোরে ব্রেক কষে দেয় বাসের ড্রাইভার। আর তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সব রাস্তায় পড়ে যায় মানুষগুলো।

ভিডিওটা দেখে প্রথমটায় মজাদার মনে হলেও, প্রকৃতপক্ষে এটা অত্যন্ত একটি শিক্ষনীয় ভিডিও। যা দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিৎ, ভুল করেও এভাবে কোনদিন বাসের ছাদে চড়ে যাওয়া ঠিক নয়। যে কোন মুহূর্তে একটি বড় বিপদ হয়ে যেতে পারত। এই ভিডিওটি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে আইপিএস রূপিন শর্মা লিখেছেন, ‘সাবধান থাকুন, বাসের ছাদে বসে ভ্রমণ করবেন না’। আর মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সম্পর্কিত খবর

X