সস্তায় বিমান পরিষেবা শুরু করতে চলেছেন ভারতের ধনকুবের, বিনিয়োগ করবেন ২৬০ কোটি টাকা

বাংলা হান্ট ডেস্কঃ অ্যাভিয়েশনের দুনিয়ায় এর আগেও পা রেখেছেন একাধিক বেসরকারি বিনিয়োগকারী সংস্থা। ইন্ডিগোর মত সংস্থাগুলি এখন রীতিমতো বাজার দখল করে রেখেছে। এবার আরেক বর্ষিয়ান ভারতীয় বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালাও বড় বিনিয়োগ করতে চলেছেন অ্যাভিয়েশন সেক্টরে। শোনা গিয়েছে আগামী চার বছরের মধ্যে প্রায় ৭০ টি বিমানসহ একটি বেসরকারী উড়ান সংস্থা গড়ে তোলার দিকে এগিয়ে চলেছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, এই সংস্থার নাম হতে চলেছে আকাশা এয়ার।

ব্লুমবার্গের মতে, আগামী ১৫ দিনের মধ্যে ভারত সরকারের বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের কাছে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসির জন্যেও আবেদন জানাতে পারেন রাকেশ। আরও জানা গিয়েছে এই কোম্পানিতে ৪০% এর বেশি অংশীদারিত্ব থাকতে চলেছে রাকেশের। প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার এই সংস্থায় বিনিয়োগ করতে চলেছেন তিনি। শুধু তাই নয়, প্রায় তিন বছর বাদে রাকেশ ঝুনঝুনওয়ালা হাত ধরে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে কামব্যাক করতে চলেছেন ইন্ডিগোর প্রাক্তন সভাপতি আদিত্য ঘোষ। তবে জানা গিয়েছে এই সংস্থায় ১০% এর কম অংশীদারিত্ব থাকবে তার। ম্যানেজমেন্ট বোর্ডেও রাখা হবে না তাকে। তিনি মূলত কাজ করবেন রাকেশের নমিনি হিসেবে।

অন্যদিকে রাকেশ ঝুনঝুনওয়ালা সঙ্গে এই সংস্থায় যোগ দিতে চলেছেন জেট এয়ারওয়েজের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ বিনয় দুবেও। সূত্রের খবর অনুযায়ী ১৫ শতাংশেরও বেশি শেয়ার থাকবে বিনয়ের। এছাড়া আমেরিকান সংস্থা এয়ারবিএনবিও এই কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন বলে জানা গিয়েছে।

airport 1

সূত্রের খবর অনুযায়ী, আদিত্য ঘোষের অভিজ্ঞতার উপরে অনেকটাই নির্ভর করছে আকাশা এয়ার। ইন্দিগোর গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন ইন্দিগোকে দেশের এক নম্বর উড়ান সংস্থায় পরিণত করার ক্ষেত্রে যথেষ্ট বড় ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছেন রাকেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী চার বছরের মধ্যেই আকাশে দেখা যাবে আকাশে ডানা মেলবে আকাশা এয়ারের বিমান। সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, সস্তায় গুনমানসম্পন্ন বিমান পরিষেবা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য।

 

Abhirup Das

সম্পর্কিত খবর