বেপাত্তা বিধায়ক অগ্নিমিত্রা, ভোটে হেরেও আসানসোলের নিকাশি ব‍্যবস্থার সমাধান করলেন সায়নী

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন শহর ও শহরতলি। কলকাতা ও কলকাতার বাইরেও বেশ কিছু জায়গাতেও জল জমার সমস‍্যায় ভুগছেন মানুষ। একই রকম চিত্র বার্ণপুরেও। নিকাশি ব‍্যবস্থার বেহাল অবস্থায় ক্ষুব্ধ বাসিন্দারা। বিধানসভা নির্বাচনে বিজয়ী বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে (agnimitra paul) যোগাযোগ করেও পাওয়া যায়নি। শেষমেষ বাসিন্দাদের সমস‍্যার সমাধানে এগিয়ে এলেন তৃণমূলের সায়নী ঘোষ (saayoni ghosh)।

নির্বাচনের আগে আসানসোল দক্ষিণ চষে বেরিয়েছিলেন সায়নী। রোদ-ঝড়-জলে প্রচার করেও ভাগ‍্যে শিঁকে ছেঁড়েনি। ভোটে পরাজিত হন তিনি। কিন্তু হারলেও আসানসোলের বাসিন্দাদের যে তিনি ভোলেননি তারই প্রমাণ দিলেন সায়নী। গত কয়েকদিনের বৃষ্টিতে আসানসোল দক্ষিণের সুভাষপল্লী ও নরসিংবাঁধ এলাকা চলে গিয়েছিল জলের তলায়। জলমগ্ন ছিল পুরনিগমের ৭৭,৭৯ এবং ৮২ নম্বরের ওয়ার্ডের রহমতনগর।

IMG 20210502 170014
বিজয়ী বিধায়ক অগ্নিমিত্রার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। খবর শুনেই আসরে নামেন সায়নী। নিজেই ফের ফোন করে সমস্ত খবরাখবর শোনেন। তারপর পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ‍্যায়কে ফোন করে ব‍্যবস্থা নিতে বলেন তিনি। পুরকর্মীদের পাঠিয়ে এলাকার জমা জলের ব‍্যবস্থা করা হয়। তারপর কয়েক ঘন্টার মধ‍্যেই জল নেমে যায় বলে জানান এলাকার বাসিন্দারা।

অপরদিকে এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপির অগ্নিমিত্রা পল। তাঁর দাবি, তাঁর কাছে কোনো ফোনই আসেনি। বরং পুরপ্রশাসক নাকি তাঁকে বলেছেন নিকাশি ব‍্যবস্থার সমস‍্যা নিয়ে তাঁর মাথা না ঘামালেও চলবে। তৃণমূল এই বিষয়ে বুঝে নেবে। তৃণমূল ও পুরপ্রশাসকের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা। তবে সায়নী এই বিষয়ে এখনো কোনো উত্তর দেননি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর