বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়াটা অভিনেত্রী পায়েল সরকারের (paayel sarkar) কাছে নতুন নয়। স্বল্প পোশাকে ফটোশুটের জন্য একাধিক বার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। বিশেষ করে রাজনীতিতে যোগ দিয়ে ভোটে হারার পর যেন ট্রোলের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে অভিনেত্রীর জন্য।
ভোটে হেরে যাওয়ার পর আবার নতুন উদ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন পায়েল। শুরু করেছেন ফ্যাশন ফটোশুটও। আর নতুন ট্রোলাররাও আক্রমণ শুরু করেছেন তাঁকে। যাই তিনি পোস্ট করছেন প্রশংসার সঙ্গে সঙ্গে উড়ে আসছে কটাক্ষের বাণ। এবার দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে এনে ট্রোলের মুখে পড়লেন পায়েল।
রবিবার ছুটির দিনে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন পায়েল। নীল থাই হাই স্লিট গাউনে গ্ল্যাম লুকে লেন্সবন্দি হয়েছেন তিনি। তাঁর ‘সানডে মুড’ দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে অনেকেরই। আবার অনেকেই রাজনীতির প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। একজনের মন্তব্য, ‘দিলীপ বাবু রাগ করবেন’। আবার আরেক ব্যক্তি বিজেপির রাজ্য সভাপতির বিতর্কিত মন্তব্য তুলে কটাক্ষ করেছেন, ‘দিলীপ দা রগড়ে দেবে’। পায়েল বিজেপি কবে ছাড়ছেন, এমন প্রশ্নও এসেছে।
এর আগে একটি ভিডিও পোস্ট করে বয়স নিয়ে খোঁটা শুনতে হয়েছিল পায়েলকে। বেশিরভাগেরই বক্তব্য ছিল, পায়েলের বয়স বাড়ছে। এবার বিয়ে করা উচিত। এক ব্যক্তি লিখেছিলেন, ‘মুখ চোখ ঝুলে গিয়েছে, বিয়ে করে নিন।’ আবার পায়েলের অনেক শুভানুধ্যায়ী পরামর্শ দিয়েছিলেন, বয়স তো কম হল না। এবার তাঁর সংসারী হওয়া উচিত। কয়েকজন আবার কটাক্ষ করেছিলেন, এঁরাও রাজনীতিতে যোগ দিয়েছেন! তবে প্রতিবারের মতোই কোনো উত্তর দেননি পায়েল।
https://www.instagram.com/p/CSBZ3rzFuKx/?utm_medium=copy_link
প্রসঙ্গত, নির্বাচনের আগে আগে শিল্পীদের উদ্দেশৎ করে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি রাজনৈতিক মহলে। তিনি বলেছিলেন, ‘শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।’ তবে এই বিষয়ে সেই সময় কোনো মন্তব্য করতে শোনা যায়নি পায়েলকে। নির্বাচনে হারার পর থেকে রাজনীতি সংক্রান্ত পোস্টও আর চোখে পড়েনি তাঁর প্রোফাইলে।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে