বাংলার ২২০ জন ‘প্রাক্তন মাওবাদীকে’ স্পেশাল হোমগার্ডের চাকরি দিল নবান্ন

বাংলাহান্ট ডেস্কঃ সমাজের মূল স্রোতে ফেরার পুরস্কার স্বরূপ মাওবাদীদের চাকরি দিল রাজ‍্য সরকার। বাংলার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা জারি রেখেছিলেন। কথা দিয়ছিলেন, চাকরি দেওয়ার। এবার সেই পথেই হেঁটে, স্পেশ্যাল হোমগার্ডের চাকরি দেওয়া হল সমাজের মূল স্রোতে ফিরতে চাওয়া ২২০ জন মাওবাদীকে।

রাজ্যে একটা সময় মাওবাদীদের হাতে প্রাণ হারিয়েছিলেন বহু সাধারণ মানুষ। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে, তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একাধিক পুনর্বাসন প্রকল্পের ঘোষণা করায়, ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন অনেক মাওবাদীই। এমনকি বর্তমান সময়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতেও শিখেছেন তারা। এবার তাদের মধ্যে যারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাইছেন, সেরকম ২২০ জন মাওবাদীকে দেওয়া হল স্পেশ্যাল হোমগার্ডের চাকরি।

maoists 759

এই মর্মে এখনও অবধি ২০০০ জনকে চাকরি দিয়েছে রাজ‍্য সরকার। যার মধ্যে প্রাক্তন মাওবাদী রয়েছেন ১৩০০ জন এবং মাওবাদীদের হাতে প্রাণ হারানো ব‍্যক্তিদের পরিবারের একজন করে, প্রায় ৫০০ জনেরও বেশি মানুষকে চাকরি দেওয়া হয়েছে।

কেএল‌ও থেকে শুরু করে মাওবাদী, ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার মানুষকে চাকরি দেওয়া হয়েছে, যারা বর্তমানে সমাজের মূল স্রোতে ফিরে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে। তবে চলতি সময়ে মাও-প্রভাবিত শালবনি ব্লক থেকে ৫৯ জন, গড়বেতা, কোতোয়ালি, গুড়গুড়িপাল, গোয়ালতোড় থেকে ৫১ জনকে চাকরি দেওয়া হয়েছে। এছাড়াও পুরুলিয়ার ১৯ জন, ঝাড়গ্রামে ৮০ জন এবং বাঁকুড়ায় ১১ জনকে চাকরি দেওয়া হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর