বাংলাহান্ট ডেস্কঃ টানা বৃষ্টির জেরে বানভাসী বাংলার একাধিক এলাকার মানুষ। জলমগ্ন হয়ে রয়েছে একের পর এক গ্রাম। এরই মধ্যে বন্যা বিধ্বস্তদের নানা ভাইরাল ভিডিও (viral video) দেখা গিয়েছে স্যোশাল মিডিয়ায়। তবে সম্প্রতি সময়ে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আনন্দাশ্রু ঝড়ে পড়ল নেটনাগরিকদের দুচোখ বেয়ে।
বন্যা দুর্গতদের সাহাযার্থে জলের মধ্যেই নৌকা নিয়ে নেমে পড়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে NDRF কর্মীরাও। আটকে পড়া মানুষদের উদ্ধার করা থেকে শুরু করে, খাবার, পানীয় জল, ত্রিপল পৌঁছে দেওয়া- জীবনের ঝুঁকি নিয়ে সবকিছুই করছেন তাঁরা। তবে এসবের মধ্যে থেকে বর্তমান সময়ে এক দৃশ্যের ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
আগে দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিও-
https://www.facebook.com/watch/?v=247596963691005&extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C
ভিডিওতে দেখা যায়, যতদূর দেখা যাচ্ছে শুধুই জল আর জল। টানার বৃষ্টির জেরে জলমগ্ন গোটা এলাকা। উদ্ধারকার্যে এগিয়ে এসেছে NDRF কর্মীরা। লাইফ জ্যাকেট পড়ে, নৌকা নিয়ে পৌঁছে যাচ্ছেন তাঁরা বন্যা দুর্গতদের কাছে। গিয়ে তাঁদের নানাভাবে সাহায্য করছেন।
তবে এই ভিডিওতে দেখা যায়, একই ভাবে NDRF কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এন গর্ভবতী মহিলার জন্য। জলের মধ্যে নেমে দুই NDRF কর্মীর কাঁধে ভর দিয়েই, বলতে গেলে তাঁদের কোলে করেই নৌকায় উঠলেন এক গর্ভবতী মহিলা। আর এই দৃশ্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ভগবান সর্বত্র বিরাজ মান, স্যোশাল মিডিয়া ব্যাবহারকারী এমনই ভাবনা তুলে ধরলেন নেটমাধ্যমে।