বাংলা হান্ট ডেস্কঃ কথায় বলে প্রেম না দেখে জাত না দেখে ধর্ম, আর না দেখে বয়স। আসল কথা হল দুটি মনের মিলন, এমনই একটি ঘটনা এবার সামনে এলো হরিয়ানার পলমল জেলা থেকে। এই জেলার হাথিন এলাকার এই ঘটনাটি কার্যত তাজ্জব করে দিয়েছে আদালতকেও। এক ৬৭ বছরের প্রবীণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মাত্র ১৯ বছরের একটি কন্যার সাথে।
পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে পৌঁছে দুজনেই দাবি করেন তারা স্বামী-স্ত্রী, পরিবারের তরফ থেকে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে তাই তাদের সুরক্ষার ব্যবস্থা করুক আদালত। জানা গিয়েছে এই ৬৭ বছরের প্রবীণ এবং ১৯ বছরের কন্যাটি আগে থেকেই বিবাহিত। এমনকি ৭ সন্তানও রয়েছে ওই প্রবীণ প্রেমিকের। তারাও প্রত্যেকেই বিবাহিত। যদিও ১৯ বছরের কন্যাটি বিবাহিত হলেও তাঁর কোন সন্তান নেই।
এই ঘটনায় গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কোন পরিস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় পুলিশের ক্যাপ্টেন (এসপি) দীপক গেহলাওয়াতকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন একটি প্রতিনিধি দল গঠন করেন যে দলে থাকবে মহিলা পুলিশরাও এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন।
পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, জমিসংক্রান্ত বেশ কিছু বিষয়ে সাহায্যের জন্য প্রায়ই ওই মেয়েটির বাড়িতে যাতায়াত করতো ওই প্রবীণ। সেখান থেকেই গড়ে ওঠে সম্পর্ক। সেই সূত্র ধরেই হাথিনের হুঞ্চপুরী গ্রামের বাসিন্দা ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি নুহ জেলার একটি গ্রামের ১৯ বছর বয়সী ওই কন্যাটিকে বিবাহ করেন।