বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে এবার মাদ্রাসাগুলিতে (Madrasa) নিয়োগ করা হবে শিক্ষক শিক্ষিকা (teachers)। এমনটাই জানা গিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের (The West Bengal Madrasa Service Commission) পক্ষ থেকে। সেই মর্মে চিঠিও দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। সম্মতি মিললেই, নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে ৩৮০০ শূণ্য পদে।
২০১৪ সাল থেকেই মাদ্রাসাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। মোট ৬১৪ টি মাদ্রাসা রয়েছে রাজ্যে। বিগত কয়েকবছর অনেক শিক্ষক অবসর নিয়েছেন, আবার কেউ বদলিও হয়ে গিয়েছেন অন্যত্র। যার কারণে প্রচুর সংখ্যক খালি পদ তৈরি রয়েছে। এবার সেই শূণ্য পদেই শিক্ষক নিয়োগ করতে চাইছে মাদ্রাসা সার্ভিস কমিশন।
ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়ার জন্য সম্মতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। আর সরকারের তরফে সম্মতি মিললেই, ৬১৪ টি মাদ্রাসার সবকটিতেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এবিষয়ে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি জানিয়েছেন, ‘সরকারের সম্মতি মিললেই, প্রথম দফায় প্রধান শিক্ষক ২৮৭ জন, কর্মশিক্ষক ১০৯ জন এবং শারীরশিক্ষার ৮১ জন শিক্ষককে প্রক্রিয়া মেনে নিযুক্ত করা হবে’।
অন্যদিকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে না হতেই আবারও জট বেঁধে যায়। বেশ কিছু বছর পর সরকারী ঘোষণা মত, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করতেই, আবারও তা নিয়ে সমস্যা দেখা দেয়। প্রকাশিত ইন্টারভিউ তালিকা নিয়ে প্রার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম নেওয়ায়, তাঁরা বিক্ষোভে সামিল হয়। এমনকি আদালতে মামলাও দায়ের করে। বর্তমানে এই বিষয় নিয়ে বেশ ভালোই জলঘোলা চলছে।