প্রথম মাতৃত্বের স্বাদ, আদরের জোনাকের একগুচ্ছ ছবি শেয়ার করলেন স্নেহা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ‍্যায় (sneha chatterjee)। গত ৫ ফেব্রুয়ারি মা হয়েছেন তিনি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এতদিন সদ‍্যোজাতকে আড়ালে রাখলেও এখন ছেলে একটু বড় হতেই এক এক করে ছবি শেয়ার করতে শুরু করেছেন স্নেহা।

গর্ভাবস্থার পুরো সময়টা সহ সাধের টুকরো টুকরো ছবিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। প্রত‍্যেকটি নারীর জীবনের এই সময়টা খুবই স্পেশ‍্যাল। সেটা যে স্নেহা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তা তাঁর শেয়ার করা ছবিগুলি দেখলেই বোঝা যাচ্ছে। বেশিরভাগ ছবিতেই বেবি বাম্পে হাত দিয়ে হাসিমুখে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে স্নেহাকে।


ছেলের জন্মের পরপর হাসপাতালে তোলা একটি ছবিও অনুরাগীদের জন‍্য শেয়ার করেছেন অভিনেত্রী। অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর কমেন্ট বক্স। ছেলের নাম তিনি রেখেছেন তুরুপ ও শুক্তো‌। আর ভাল নাম জোনাক। আদরের জোনাককে নিয়েই বেশিরভাগ সময়টা এখন কেটে যাচ্ছে স্নেহার। ছেলের দেখভালের জন‍্য নাকি কাজও অনেকটা কমিয়ে দিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CSK2mFKBKpY/?utm_medium=copy_link

‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের মাধ‍্যমে প্রথমবার ছোটপর্দায় পা রাখেন স্নেহা। তারপর ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে সেজ বৌয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন স্নেহা এই চরিত্রে অভিনয় করে।

তারপর একে একে ‘জল নূপুর’, ‘ভূতু’, ‘বিকেলে ভোরের ফুল’, ‘নকশি কাঁথা’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন স্নেহা। বেশিরভাগ সময়েই খলনায়িকার চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া ‘শুধু তোমারই জন‍্য’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘বিসমিল্লাহ’ ছবিতেও স্নেহার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেষবার নকশি কাঁথা সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল স্নেহাকে।

X