বাংলাহান্ট ডেস্কঃ প্রথম থেকে চলে আসা কেন্দ্র রাজ্য সংঘাতের মাঝে করোনা আবহে যুক্ত হয়েছিল ভ্যাকসিন (vaccine) সংকট। প্রথম থেকেই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) দিকে তোপ দেগে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee)। বরাবরই দাবি করে এসেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোকে পর্যাপ্ত টিকা দিলেও, বাংলায় অনেক কম পরিমাণে টিকা পাঠাচ্ছে কেন্দ্র।
শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রীই নয়, ভ্যাকসিন ইস্যুতে অন্যান্য বিরোধীরাও সরব হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। কবে শেষ হবে টিকাকরণ, সকল দেশবাসী আদৌও দুটো করে ভ্যাকসিনের ডোজ পাবেন কিনা- এসব নিয়ে বহুবার সরব হয়েছে বিরোধীরা। এমনকি করোনা টিকা সকলের মধ্যে সমান ভাবে ভাগ করে দিচ্ছে না কেন্দ্র সরকার- এমন অভিযোগও তুলেছেন রাহুল গান্ধী।
India’s fight against COVID-19 receives a strong impetus. Vaccination numbers cross the 50 crore mark. We hope to build on these numbers and ensure our citizens are vaccinated under #SabkoVaccineMuftVaccine movement.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
তবে এসবের মধ্যে শুক্রবার রাতে ভ্যাকসিন সংক্রান্ত এক ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইটে লেখেন, ‘করোনার বিরুদ্ধে ভারত শক্তিশালী লড়াই জারী রেখেছে। দেশে টিকাকরণের সংখ্যা পেরোলো ৫০ কোটি। আশা করছি, এভাবেই দেশবাসীকে বিনামূল্যে করোনা টিকা প্রদানের কাজ জারী থাকবে’।
প্রধানমন্ত্রীর শেয়ার করা ট্যুইটে ৫০ কোটি দেশবাসীর ভ্যাকসিন নেওয়ার কথা উল্লেখ থাকলেও, তাঁদের মধ্যে কতজন প্রথম ডোজ পেয়েছেন এবং কতজন দ্বিতীয় পেয়েছেন তা পরিষ্কার করে বলা ছিল না। তবে কেন্দ্রের কোউইন অ্যাপ মারফত জানা গিয়েছে, এখনও অবধি দেশে সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে ১০ কোটি ৯৭ লক্ষ ২৯ হাজার ২০৭ জনের এবং শুধুমাত্র প্রথম ডোজ পেয়েছেন ৩৯ কোটি ২ লক্ষ ৮০ হাজার ৮৪১ জন।