বাংলা হান্ট ডেস্কঃ সূর্যোদয়ের দেশ জাপানে হকিকে এক নতুন স্বপ্নের ভোর উপহার দিয়েছে ভারতীয় পুরুষ এবং মহিলা দল। একদিকে যেমন ৪১ বছর বাদে পদক জয়ের স্বপ্ন সফল করেছেন মনপ্রীত সিংহরা, তেমনি অন্যদিকে ১৯৮০ সাল থেকে প্রতিযোগিতায় লড়াই করা মহিলা দল ৪১ বছর বাদে চতুর্থ স্থান দখল করেছে। তাই ইতিহাস গড়েছেন রানী রামপালরাও। যদিও গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের পরেও শেষ পর্যন্ত হেরে গিয়েছে ভারতীয় দল, কিন্তু সেদিন টোকিওতে যে লড়াই উপহার দিয়েছে তারা তা রীতিমতো মন ছুঁয়ে গেছে সকলের।
শুধু খেলাতেই নয় জীবনেও কতটা কঠিন লড়াই করে উঠে এসেছেন এই ভারতীয় খেলোয়াড়রা, মীরাবাঈ চানু, লাভলিনা কিম্বা রবি কুমার দাহিয়ারা এর চূড়ান্ত উদাহরণ। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলো ভারতীয় মহিলা দলের আরেক প্রতিনিধির নাম। মিডফিল্ডার সালিমা টাটে ভারতীয় দলের এই স্বপ্নযাত্রায় বড় ভূমিকা পালন করেছেন একাধিক ম্যাচে। সেই সালিমার জীবন কাহিনী শুনলে চোখে জল এসে যাবে আপনারও।
ঝাড়খণ্ডের ছোট্ট আদিবাসী পরিবার থেকে উঠে আসা সালিমাই এখন মাঝে মাঠে ভারতের অন্যতম ভরসা। অলিম্পিকসে চতুর্থ স্থান দখলকারী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিনিধি সালিমারই বাড়ির একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমত হতবাক সকলে। এখনও কাঁচা মাটির বাড়িতে থাকেন সালিমা, সেখান থেকেই স্বপ্নের পথে যাত্রা। সংবাদমাধ্যমে এএনআইয়ের সূত্র ধরে এই ছবি সামনে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। অনেকেই ক্রিকেটারদের জীবনযাত্রা সঙ্গে তুলনাও শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Jharkhand: Visuals from the residence of hockey player Salima Tete, in Badkichapar village of Simdega district
Tete is part of the Indian women's hockey team that will take on Great Britain for Bronze medal in #TokyoOlympics today morning pic.twitter.com/DUmhtxoB36
— ANI (@ANI) August 6, 2021
প্রসঙ্গত ব্রোঞ্জ পদক ম্যাচে দুর্দান্ত লড়াই করেও গ্রেট ব্রিটেনের পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতীয় দলকে। প্রথম দিকেই ০-২ গোলে পিছিয়ে পড়েছিল তারা, যদিও এরপর দুরন্ত কাম ব্যাক করে ভারতীয় দল। কিন্তু ৩-২ গোলে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পেনাল্টি কর্ণার থেকে চতুর্থ গোল করে ম্যাচ জিতে নেয় ব্রিটেন। কিন্তু সালিমারা শিখিয়ে দিয়েছেন কিভাবে স্বপ্ন দেখতে হয়, স্বপ্নকে সফল করার জন্য কতটা পরিশ্রম করতে হয় তার পিছনে।