ইন্ডিয়ান আইডল ফিনালের আগেই বলিউডে পা, করনের ছবিতে গান গাওয়ার সুযোগ বনগাঁর অরুণিতার

বাংলাহান্ট ডেস্ক: চলতি সিজনে বিতর্কের জেরেই একাধিক বার লাইমলাইট কেড়ে নিয়েছেন গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ (indian idol)। আগের মতো ভাল বিচারক নেই, শোয়ের মান পড়ে যাচ্ছে, গানের বদলে চমক ধমক দিয়েই কাজ চালাতে হচ্ছে, এমন সব অভিযোগ উঠেছে শোয়ের বিরুদ্ধে। তবে একথা মানতেই হবে, বিতর্ক হলেও ইন্ডিয়ান আইডলের একটি এপিসোডও কিন্তু মিস করার মতো নয়।

বারো তম সিজন ইতিমধ‍্যেই সেমি ফাইনালের দিকে পা বাড়িয়েছে। স্বপ্নপূরণের থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে রয়েছেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল (arunita kanjilal)। গানের প্রতিভা দিয়ে দর্শকদের তো বটেই, বিচারকদেরও নিজের ভক্ত বানিয়ে ফেলেছেন তিনি। ইতিমধ‍্যেই সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া কথা দিয়েছেন তাঁর একটি মিউজিক অ্যালবামে অরুণিতা ও পবনদীপকে দিয়ে গাওয়াবেন। এবার আরো একটি সুবর্ণ সুযোগ পেলেন অরুণিতা।

indian idol 12 participant arunita kanjilal from bongaon gets offer from karan johar to work in a project for dharma production this year
পরিচালক প্রযোজক করন জোহরের (karan johar) ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন অরুণিতা। সম্প্রতি সেমি ফিনালের একটি এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন করন। সেখানে করনের ধর্মা প্রোডাকশন প্রযোজিত ছবি ‘কলঙ্ক’এর টাইটেল ট্র‍্যাকটি গেয়ে শোনান অরুণিতা। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে যান করন। অরুণিতাকে ‘সুরের রানি’র খেতাবও দেন তিনি।

এরপরেই অরুণিতাকে তাঁর ধর্মা প্রোডাকশনে স্বাগত জানান করন। নিজের হাতে লেখা একটি নোট তাঁকে দিয়ে করন বলেন, চলতি বছরেই একটি গান তিনি অরুণিতাকে দিয়ে গাওয়াবেন। কলঙ্ক ছাড়াও ‘কভি খুশি কভি গম’ এবং ‘কুছ কুছ হোতা হ‍্যায়’ ছবির গানও গেয়েছেন অরুণিতা।

করন বলেন, “প্রতি সপ্তাহান্তে মায়ের সঙ্গে বসে আমি ইন্ডিয়ান আইডল দেখি। এত প্রতিভা দেখে আমি সত‍্যি খুব খুশি। এই কম বয়সে এত কিছু অর্জন করা কোনো ছোট ব‍্যাপার নয়।” সেমি ফিনালের এই এপিসোডে করনের ছবির গানই গাইতে শোনা যাবে সব প্রতিযোগীদের।

আগামী ১৫ অগাস্ট অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান আইডল সিজন ১২র গ্র‍্যান্ড ফিনালে। ১২ ঘন্টা ব‍্যাপী এই ফিনালে রিয়েলিটি শোয়ের ইতিহাসে যে বড়সড় চমক দেখাতে চলেছে তা বলা বাহুল‍্য। অরুণিতা ছাড়াও ফিনালের প্রতিযোগীরা হলেন শনমুখপ্রিয়া, পবনদীপ রঞ্জন, মহম্মদ দানিশ, সায়লি কাম্বলে এবং নিহাল।

Niranjana Nag

সম্পর্কিত খবর