অমিতাভের বাংলো সহ চার জায়গায় বোমা রাখা আছে বলে উড়ো ফোন মুম্বই পুলিসকে, গ্রেফতার দুই

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বোমা রাখার খবরে চাঞ্চল‍্য ছড়ালো বাণিজ‍্য নগরীতে। অমিতাভ বচ্চনের (amitabh bachchan) জুহুর বাংলো বাড়ি এবং মুম্বইয়ের তিন ব‍্যস্ত রেল স্টেশনে বোমা রাখা আছে বলে উড়ো ফোন আসে মুম্বই পুলিসের কাছে। তদন্তের পর পুলিসের হাতে গ্রেফতার দুই ব‍্যক্তি। মত্ত অবস্থায় তাঁরা ভুয়ো ফোন করেছিলেন বলে দাবি করেছেন।

শুক্রবার রাতে হঠাৎ করেই মুম্বই মূল কন্ট্রোল রুমে উড়ো ফোন আসে। বলা হয় অমিতাভের জুহুর বাংলো, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বাইকুল্লা এবং দাদর স্টেশনে বোমা রাখা রয়েছে। ফোন পেয়েই তৎপর হয় পুলিস। জিআরপি, আরপিএফ, বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোসাল স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ওই জায়গাগুলিতে পৌঁছায় পুলিস।


কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও বোমা তো দূর, সন্দেহজনক কোনো জিনিসও চোখে পড়েনি পুলিসের। এরপর থেকেই নিরাপত্তা বাড়ানো হয় স্থানগুলির। অপরদিকে যে নম্বর থেকে উড়ো ফোন এসেছিল সেই নম্বরে ফের ফোন করে পুলিস। কিন্তু অপর প্রান্ত থেকে উত্তর আসে যে ব‍্যক্তি ফোন করেছিলেন তিনি এখন খুবই ব‍্যস্ত। ফোনটি বন্ধও করে দেওয়া হয়।

সন্দেহ হলে ওই নম্বরটি ট্রেস করে মুম্বইয়ের কল‍্যাণ সিলপাতা এলাকা থেকে দুই ব‍্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিসের অপরাধ দমন শাখার ক্রাইম ব্রাঞ্চ। ধৃত দুই ব‍্যক্তি রাজু ও রমেশ পেশায় গাড়ি চালক। গ্রেফতার হওয়ার পর তাঁরা স্বীকার করেন বোমাতঙ্ক জাগিয়ে করা ফোনটি ভুয়ো ছিল। মদ‍্যপান করে ভুয়ো ফোন করছিলেন তাঁরা। তাঁদের বক্তব‍্য, মুম্বই পুলিসের কর্মতৎপরতার পরীক্ষা করছিলেন তাঁরা।

প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অমিতাভের আগামী ছবি চেহরে। তারপরেই মুক্তি পাবে ঝুন্ড। অজয় দেবগণের মে ডে ছবির শুটিংও চালাচ্ছেন তিনি। পাশাপাশি রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র ছবিতেও অভিনয় করেছেন অমিতাভ।

X