বাংলাহান্ট ডেস্ক: ত্রিপুরায় তৃণমূল নেতানেত্রীদের উপরে হামলার ঘটনায় ক্ষুব্ধ যুবনেত্রী সায়নী ঘোষ (saayoni ghosh)। এদিন ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত। তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। মাথা ফেটেছে যুব নেতা সুদীপের। এই ঘটনার তীব্র নিন্দা করে ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরব হলেন সায়নী, অভিযোগের আঙুল বিজেপির দিকে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (biplab deb) তীব্র ভর্ৎসনা করে সায়নী টুইট করেছেন, ‘আপনার মরে যাওয়া উচিত। আপনার লজ্জিত হওয়া উচিত নিজের থেকে অর্ধেক বয়সের তরুণ নেতাদের আক্রমণ করতে। বিশ্বাস করুন আমরা যখন বলছি তখন আপনাকে এবং আপনাদের দলকে ত্রিপুরার মানচিত্র থেকে মুছে দেব। কথা দিচ্ছি আমরা।’
এদিনের ঘটনাটা ফেসবুকে লাইভ করে শেয়ার করেছেন দেবাংশু। তাঁর অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইঁটবৃষ্টি করা হয়েছে। সেই আঘাতে ভেঙে গিয়েছে গাড়ির কাঁচ। মাথা ফেটে যায় সুদীপ রাহার। যন্ত্রণায় রাস্তার উপরেই বসে পড়েন তিনি। আহত হয়েছেন জয়া দত্তও। দেবাংশুর অভিযোগ, এই আক্রমণ পূর্বপরিকল্পিত। বিজেপির দিকেই আঙুল তুলেছেন তিনি। উপরন্তু পুলিসের নিষ্ক্রিয় ভূমিকারও অভিযোগ করেছেন তিনি।
@BjpBiplab, Go die! You should be ashamed of yourself for attacking these young leaders half your age and trust us when we tell you, we will wipe you and your party off the map of Tripura. We promise! #tripurateKhelaHobe pic.twitter.com/pzxeK7QKDj
— Saayoni Ghosh (@sayani06) August 7, 2021
টুইট করে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ‘ত্রিপুরায় বিজেপির গুণ্ডারা আসল রঙ দেখিয়ে দিয়েছে। তৃণমূল কর্মীদের উপর এই বর্বরোচিত আক্রমণ বিপ্লব দেবের সরকারের আমলে ত্রিপুরায় ‘গুণ্ডা রাজ’এর পরিচয় দেয়। আপনাদের হুমকি আর আক্রমণ শুধু অমানবিকতারই প্রমাণ দেয়। যা পারবেন করে নিন, তৃণমূল এক ইঞ্চিও নড়বে না।’
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে