সংসারে সুখ পেতে পুজো করুন এই দিকে শুঁড় বিশিষ্ট গণেশ ঠাকুর, ফল পাবেন হাতেনাতে

বাংলাহান্ট ডেস্কঃ মাতা পার্বতী এবং পিতা শিবের বড় আদরের সন্তান হলে দেবতা গণেশ (ganesha)। দেবতা গণেশকে আবার সিদ্ধিদাতাও বলা হয়ে থাকে। গণেশ দেবতা আবার হিন্দু ধর্মে যেসকল দেবদেবী রয়েছেন, তাদের মধ্যে সর্বাধিক পূজিত একজন দেবতা। তবে জানেন কি, জ্যোতিষশাস্ত্র ও বাস্তু মতে দেবতা গণেশের শুঁড়ের অবস্থান নিয়েও নানা বিধান দেওয়া রয়েছে।

গণেশ দেবতার যেসব মূর্তিতে শুঁড় ডানদিকে থাকে, সেইসকল মূর্তি খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরণের মূর্তি সাধারণত মন্দিরে রাখা হয়ে থাকে।

গণেশ 1

আবার বলা হয়, বাদিকে শুঁড় বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি বাড়িতে পুজোর জন্য খুবই শুভ।

শিব ও পার্বতীর মাঝখানে গণেশ বসে রয়েছেন। এই অবস্থায় যদি দেবতা গণেশের শুঁড় ডান দিকে কুণ্ডলীকৃত থাকে, তাহলে সেই মূর্তিতে সংসার-ঔদাসীন্য বর্তমান।

ganesh 3783006 960 720

শিবের দিকে শুঁড় থাকলে তিনি সিদ্ধিবিনায়ক। আর যদি গণেশের শুঁড় বাদিকে মাতা পার্বতীর দিকে থাকে, তাহলে তিনি পার্বতী ভক্তদের আশির্বাদ করেন। অর্থাৎ, তখন গৃহে শান্তি-সমৃদ্ধি স্থায়ী হয়।

তাই অনেকের মতে গৃহে রাখলে বাম দিকে শুঁড় বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি রাখাই মঙ্গলের, এতে সংসারে সুখ সমৃদ্ধি সর্বদা বিরাজমান।


Smita Hari

সম্পর্কিত খবর