বাংলাহান্ট ডেস্কঃ ৭৫ উর্দ্ধ কোন নেতা দলের কোনও কমিটিতে থাকতে পারবেন না- এমনই সিদ্ধান্ত নিল সিপিএম (cpim)। যার ফলে দলের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে বাদ যেতে পারেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু (biman basu) থেকে হান্নান মোল্লারা (hannan mollah)। পাকা চুলের দিন শেষ, এবার আসবে নতুন মুখ- এই পন্থাকেই কাজে লাগাতে চাইছে সিপিএম নেতৃত্বরা।
তবে সিপিএমের এই চিন্তা ভাবনা একেবারেই নতুন কিছু নয়। পূর্বেও একবার এমনই মন্তব্যের ব্যাখ্যা করেছিলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর বক্তব্য ছিল, রাজ্য কমিটির সদস্যদের বয়সসীমা ৭৫ বছর হতে হবে। অর্থাৎ রাজ্য কমিটির সদস্যদের বয়স ৭৫-র মধ্যে হতে হবে। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, ৭৫ বছরের কম বয়স যাদের, কিন্তু তাঁরা যদি শারীরিকভাবে অসুস্থ ও অসমর্থ হন, তাহলে নিজে থেকেই তাঁদের সরে যাওয়া উচিৎ।
তবে এবার খানিকটা সেই নিয়মই বহাল করতে চাইছেন সিপিএম নেতৃত্বরা। তিনদিন ব্যাপী সেন্ট্রাল কমিটির ভার্চুয়াল বৈঠকের শেষ দিনে, অর্থাৎ রবিবারে বলা হয়, ৭৫ এর উর্দ্ধসীমা বেঁধে দেওয়া হচ্ছে সিপিএমের পক্ষ থেকে। এবার থেকে পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটিতে ৭৫ বছরের বেশি বয়সী কোন নেতৃত্ব থাকতে পারবেন না। এই কমিটির সদস্যের বয়স হতে হবে ৭৫ বছরের মধ্যে।
অর্থাৎ, প্রবীণদের বাদ দিয়ে এবার নতুনদের সুযোগ করে দিতে চাইছে সিপিএম নেতৃত্বরা। তবে দলের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার এই কমিটি থেকে বাদ যেতে পারেন বিমান বসু থেকে হান্নান মোল্লারা।