বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম হলেন রণবীর কাপুর (ranbir kapoor) ও আলিয়া ভাট (alia bhatt)। নিজেদের সম্পর্কটা কোনোদিনই রাখঢাক করতে দেখা যায়নি তাঁদের। নিজেদের কেরিয়ারে চূড়ান্ত ব্যস্ততার পাশাপাশি সম্পর্কটা নিয়েও যথেষ্ট সিরিয়াস দুজনেই। মাঝে মাঝেই একত্রে ক্যামেরাবন্দি হন রণবীর ও আলিয়া।
গত দেড় বছর ধরে জুটির বিয়ের খবর শোনা গেলেও এখনো পর্যন্ত কোনো ঘোষনা করেননি ‘রণলিয়া’ জুটি। শোনা গিয়েছে, করোনার জন্যই নাকি বিয়েটা পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তাঁরা। ‘রণলিয়া’ জুটির যেকোনো আপডেটের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। এবার দুই তারকার বহু প্রতীক্ষিত বিয়ে সম্পর্কে এক বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী লারা দত্ত (lara dutta)।
ভুল করে বিয়ের তারিখই বলে ফেলেছেন তিনি! আসলে সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে লারা বলেন, এখনকার ইয়ং জেনারেশনের বলিউডে কারা প্রেম করছেন সে বিষয়ে তাঁর কোনো ধারনা নেই। তবে আলিয়া রণবীর ও আলিয়া চলতি বছরেই বিয়ে করে নেবেন বলে মনে হয় তাঁর। অভিনেত্রীর এমন মন্তব্যের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে বলিপাড়ায়।
প্রসঙ্গত, অতিমারির জন্য অনেকদিন ধরে আটকে রয়েছে রণবীর আলিয়া অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র। এই প্রথম কোনো ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছে দুজনকে। শোনা যায়, এই ছবির সেটেই নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। প্রথম প্রথম কিছুদিন রাখঢাক চললেও এখন সব পর্দাই তুলে দিয়েছেন রণবীর আলিয়া।
একটি অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে প্রাক্তন দুই প্রেমিকার সামনেই সরাসরি আলিয়াকে প্রেম প্রস্তাব দেন রণবীর। তারপর থেকে কাপুর পরিবারের সব অনুষ্ঠানেই উপস্থিত থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কাপুর পরিবারের সব সদস্যেরই নাকি প্রিয় আলিয়া। ঋষি কাপুরের বিয়ের সময় সর্বক্ষণ হবু শাশুড়ি নীতু কাপুরকে সামলাতে দেখা গিয়েছিল তাঁকে।
সম্প্রতি ঋষির প্রয়াণের এক বছর সম্পূর্ণ হয়েছে। জুটির ঘনিষ্ঠ সূত্রের খবর, বাবার মৃত্যুর এক বছর পূর্ণ হলেই নাকি বিয়ের পরিকল্পনা করবেন বলে ঠিক করেছিলেন রণবীর। আপাতত পরিচালক লভ রঞ্জনের একটি ছবির জন্য নয়াদিল্লিতে শুটিং করছেন রণবীর। অপরদিকে আলিয়ার হাতে রয়েছে দু দুটি কাজ। নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ও করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।