হিমাচল প্রদেশে যাত্রী বোঝাই বাসের উপর ভেঙে পড়ল পাহাড়, ধ্বংসস্তূপে চাপা বহু মানুষ

বাংলা হান্ট ডেস্কঃ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কিন্নর (kinnaur) জেলার নিগুলসেরি ৫ নং ন্যাশানাল হাইওয়েতে চিল জঙ্গলের পাশে পাহাড় ভাঙার খবর সামনে আসছে। এই দুর্ঘটনায় এইচআরটিসির একটি বাস চাপা পড়েছে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে যে, পাহাড় ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে বাসটি। প্রায় ৩০ জন চাপা পড়ে আছে বলে খবর আর ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের খোঁজ চলছে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের টিম পৌঁছেছে।

NDRF, সেনা, পুলিশ আর স্থানীয় মানুষ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে লেগে পড়েছে। শোনা যাচ্ছে যে, বাসটি হরিদ্বার যাচ্ছিল। ডিসি কিন্নর আবিদ হুসেইন সাদিক জানান, পাহাড় থেকে লাগাতার পাথর পড়ছে। এরপরেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ২৫ জুলাই ২০২১ সালে কিন্নর জেলার বটসেরিতে সাংলা-ছিতকুল মার্গে পাহাড় থেকে পড়া বড় পাথরের কারণে একটি পর্যটকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই দুর্ঘটনায় গাড়িতে সওয়ার ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। গাড়িটি রাস্তা থেকে ৬০০ মিটার নীচে বয়ে চলা বাস্পা নদীর পাশে থাকা রাস্তায় এসে পড়ে।


Koushik Dutta

সম্পর্কিত খবর