বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য এর আগেও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতকে আত্মনির্ভর বানানোর স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। আজ ফের একবার নারী ক্ষমতায়নের জন্য নেওয়া হল একটি বড় পদক্ষেপ। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রধানমন্ত্রী “আত্মনির্ভর নারীশক্তি সে সংবাদ” অনুষ্ঠানের মাধ্যমে দেশজুড়ে বেশকিছু এমন নারীদের সঙ্গে কথা বলেন যারা ‘স্বনির্ভর যোজনার’ মাধ্যমে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হয়েছেন।
আজ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “করোনাকালে স্যানিটাইজার বানানো হোক, গরীব মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হোক, ওষুধ-পত্র পৌঁছে দেওয়া হোক, বিভিন্ন ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলি। নিজের পরিবারকে উন্নত করতে এবং সাথে সাথেই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতেও যে যোগদান রেখেছেন কোটি কোটি নারী, তাদের প্রতি আমার অভিনন্দন। ”
প্রধানমন্ত্রী জানান এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে তারা আরও এগিয়ে যাবেন এমনটাই আশা রাখছে সরকার। তিনি বলেন আগে মহিলারা রান্নাঘরে ছোট ছোট বক্সের ভেতর এখন তারাই ব্যাংকের খাতা খুলছেন। এভাবেই আগামী দিনে এগিয়ে যাবে দেশ।
আসুন দেখে নেওয়া যাক কি কি সুবিধা প্রদান করল সরকারঃ
★আজ এই অনুষ্ঠানে মিনিস্ট্রি অফ ফুড প্রোসেসিং ইন্ডাস্ট্রিজ তরফে ৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ১৬২৫ কোটি টাকার আর্থিক সাহায্য করা হয়। ভার্চুয়াল মাধ্যমে তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
★ একইসঙ্গে পিএমএফই তরফে ৭৫০০টি স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রাথমিকভাবে ২৫ কোটি টাকার সহায়তা রাশি প্রদান করা হয়।
★এছাড়া ৭৫ টি এফপিওকে ৪.১৩ কোটি টাকা প্রদান করার জন্য প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী।