বাংলা হান্ট ডেস্কঃ অনেকেই আশা করেছিল যে, এবার হয়ত লোকাল ট্রেন চালু হবে। তবে সেই আশায় জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত লোকাল ট্রেন চলবে না। পাশাপাশি রাজ্যে বিধিনিষেধের মেয়াদও ৩০ আগস্ট পর্যন্ত বাড়ালেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি করে আক্রান্ত হতে পারে। ট্রেনে নিয়ম মেনে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু সবাই গাদাগাদি করে গেল। এরজন্য অনেক সমস্যা হচ্ছে। বাস, অটো, টোটো আর দূরপাল্লার ট্রেনগুলি চলছে। লোকাল চালানোর জন্য আর কিছুদিন সময় নিচ্ছি।
মুখ্যমন্ত্রী আরও ১৫ দিন বিধিনিষেধ জারি করার ঘোষণা করেছেন। তিনি জানিয়ে দেন যে আগামী ৩০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, ৫০ শতাংশ থিয়েটার, সুইমিং পুল খুলে দিচ্ছি।
মুখ্যমন্ত্রী জানান, এতদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত সব বন্ধ থাকত। সাধারণ মানুষের দাবি মেনে সেখানে কিছু বদল আনা হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৫টা অবদি সব বন্ধ থাকবে। এতে মানুষের কোনও অসুবিধে হবে না। এটা ঘুমনোর সময়।