পুজোর আগেই সুখবর, ভাইফোঁটার দিন থেকেই চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

বাংলা হান্ট ডেস্কঃ উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে ছিল একপ্রকার প্রেস্টিজ ফাইট। বাংলা গদি দখলের লড়াইয়ে একপ্রকার মরিয়া ওঠেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেসময় নির্বাচনী ভোট প্রচারে গিয়ে ভোট কৌসুলি প্রশান্ত কিশোরের (Prashant Kishore) মস্তিষ্ক প্রসূত একাধিক স্কিম চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয় বার বাংলার মনসদে বসার পর প্রতিশ্রুতি মতোই একে এক সমস্ত প্রকল্প চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এমনই একটি স্বপ্নের প্রকল্প হল দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Prokolpo) । পুজোর আগেই সেই প্রকল্প চালু করার দিনক্ষণ চালু করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান চলতি বছরের ৬ নভেম্বর অর্থাৎ ভাইফোঁটার দিন থেকেই শুরু হবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। উল্লেখ্য এই প্রকল্প চালু হলে বাড়ি বসেই রেশন পাবেন রাজ্যবাসী। এরফলে এবার থেকে কাউকে আর লাইনে দাঁড়িয়ে কষ্ট করে রেশন তুলতে হবে না।

জানা গেছে মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই এই প্রকল্পের জিনিস সরবরাহ করবেন রেশন ডিলাররা। এরপর সমস্ত গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাবে রেশন।এছাড়া এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান ‘এক দেশ এক রেশন’ প্রকল্পের আওতাভুক্ত পরিযায়ী শ্রমিকরাও ‘দুয়ারে রেশনে’র সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে ওই ব্যক্তি অন্যরাজ্য থেকে রেশন নিচ্ছেন না।

উল্লেখ্য এই প্রকল্পকে দুর্নীতি মুক্ত করতে ইতিপূর্বেই মে মাসে ভোটের ফল ঘোষণার পরপরই কলকাতা-সহ রাজ্যের ২২টি জেলায় দুয়ারে রেশন ব্যবস্থার পাইলট রান হয়েছে। ২৮ জন রেশন ডিলারের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হয়। জানা গেছে আগামিদিনে আরও কয়েকটি জায়গায় এই প্রকল্পের পাইলট রান করা হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর