বাংলাহান্ট ডেস্ক: ত্রিপুরা গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের যুব নেতানেত্রী দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তরা। আক্রমণের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাংশুরা। অভিযোগ, ত্রিপুরা পুলিস সাহায্য করার বদলে উলটে মহামারি আইনে গ্রেফতার করে তাঁদের। গোটা এক দিন কাটার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তাঁদের জামিন করিয়ে ফেরত আনেন কলকাতায়।
দেবাংশু দাবি করেছিলেন তাঁদের গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয়েছে। মাথা ফেটেছে সুদীপের। আহত হয়েছেন জয়াও। কলকাতায় এনে তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ এসে দেখা করে গিয়েছেন সুদীপ, জয়াদের সঙ্গে। এবার এলেন বিধায়ক রাজ চক্রবর্তী (raj chakraborty) এবং জুন মালিয়া (june maliya)। আবার ত্রিপুরা যাবে ওরা, উৎসাহ দিয়ে মনোবল বাড়িয়েছেন অভিনেত্রী জুন।
টুইটারে এদিনের ছবি শেয়ার করে জুন উৎসাহ দিয়ে লিখেছেন, ওরা আবার ত্রিপুরা যাবে। ‘লড়াই থামিও না সাথী, আমরা তোমাদের সাথেই আছি’, এমনি বার্তা দিয়েছেন জুন। এর আগে তৃণমূলের যুবনেতাদের উপর আক্রমণের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সায়নী।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (biplab deb) তীব্র ভর্ৎসনা করে সায়নী টুইট করেছেন, ‘আপনার মরে যাওয়া উচিত। আপনার লজ্জিত হওয়া উচিত নিজের থেকে অর্ধেক বয়সের তরুণ নেতাদের আক্রমণ করতে। বিশ্বাস করুন আমরা যখন বলছি তখন আপনাকে এবং আপনাদের দলকে ত্রিপুরার মানচিত্র থেকে মুছে দেব। কথা দিচ্ছি আমরা।’