হরিণ-বিতর্ক, মীরাবাঈয়ের সঙ্গে ছবি শেয়ার করেও ট্রোলড সলমন

বাংলাহান্ট ডেস্ক: সলমন খান (salman khan) এবং ট্রোল যেন হাত ধরাধরি করে চলেন। কখনো নিজের সিনেমার জন‍্য, কখনো প্রেমজীবন আবার কখনো বিতর্কিত মন্তব‍্যের জন‍্য সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখীন হতে হয় ভাইজানকে। এবার অলিম্পিকে পদকজয়ী মীরাবাঈ চানুর (mirabai chanu) সঙ্গে ছবি শেয়ার করার জন‍্যও ট্রোলড হলেন সলমন।

সম্প্রতি মীরাবাঈয়ের সঙ্গে সাক্ষাতের একটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা। পদকজয়ীকে পাশে নিয়ে তাঁকে এক হাত দিয়ে জড়িয়ে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন সলমন। ক‍্যাপশনে লিখেছেন, ‘রূপোর পদকজয়ী মীরাবাঈ চানু তোমার সাফল‍্যে খুব খুশি। তোমার সঙ্গে সাক্ষাৎ করে খুব ভাল লাগল। আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে রয়েছে।’

salman khan10
এত পর্যন্ত সবটাই ঠিক ছিল। গণ্ডগোলটা হয়েছে সলমনের গলার উত্তরীয়র জন‍্য। উত্তরীয় নীচের প্রান্তে আঁকা রয়েছে হরিণের ছবি। ব‍্যস, এতেই সলমনকে নিয়ে ট্রোল শুরু করেছেন নেটিজেনরা। কৃষ্ণসার হরিণ হত‍্যা মামলার প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে কেউ লিখেছেন, সলমন ও হরিণ তো পুরনো বন্ধু। আবার কারোর বক্তব‍্য, একেই বলে বিড়ম্বনা।

সলমন বরাবরের মতোই ট্রোল নিয়ে নীরব। তবে এই উত্তরীয়র সঙ্গে কিন্তু কৃষ্ণসার হরিণের কোনো সম্পর্ক নেই। আসলে ওই ছবিটি সাঙ্গাই হরিণের যা শুধুমাত্র মণিপুরেই পাওয়া যায়। আবার মীরাবাঈও মণীপুরের মেয়ে। তাই সলমনকে ওই বিশেষ উত্তরীয়টি পরানো হয়েছে। প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করে মীরাবাঈও দারুন খুশি।

https://twitter.com/iamsamim_/status/1425474951151112197?s=19

https://twitter.com/LeaderAkkians/status/1425473200033464323?s=19

https://twitter.com/anu_tweets_/status/1425715086434332678?s=19

সলমনের শেয়ার করা টুইটটি ফের রিটুইট করেছেন মীরাবাঈ। লিখেছেন, ‘অনেক ধন‍্যবাদ সলমন খান স‍্যার। আপনার খুব বড় ভক্ত আমি আর এটা আমার কাছে স্বপ্নপূরণের থেকে কম কিছু ছিল না।’ ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়েছে টুইটটি। বাইশ হাজারের উপর লাইক পড়েছে মীরাবাঈয়ের টুইটে।

Niranjana Nag

সম্পর্কিত খবর