উত্তরবঙ্গে নয়া সমীকরণের ইঙ্গিত, কেন্দ্রের ওয়াই প্লাস সুরক্ষা পেলেন রাজবংশী নেতা অনন্ত মহারাজ

বাংলাহান্ট ডেস্কঃ গেরুয়া শিবিরে গুরুত্ব বড়তে চলেছে কোচবিহারের (coochbehar) রাজবংশী নেতা অনন্ত মহারাজ-র  (ananta maharaja)। দেওয়া হল ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে এক নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে। যার ফলে ধারণা করা হচ্ছে। এবার কোন বড় পদও পেতে পারেন এই রাজবংশী নেতা।

একুশের বিধানসভা নির্বাচনের আগে থাকতেই, বিজেপির সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে শুরু করে কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত রায়ের। অসমে তাঁর বাড়ি গিয়ে বৈঠক করতেও দেখা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক সহ বেশ কয়েকজ শীর্ষ স্থানীয় পদ্ম শিবিরের নেতৃত্বদের।

1613062869 amit

এবার সেই রাজবংশী নেতাকেই বিশেষ নিরাপত্তা দিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে এক নির্দেশিকা জারী করে বলা হয়েছে, এবার থেকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত রায়। এই ঘটনায় বিজেপিতে এই রাজবংশী নেতার অনেক গুরুত্ব বাড়ছে বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা প্রদান এবং অনন্ত রায়ের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের ওঠাবসা- সব মিলিয়ে আগামীতে তাঁকে বিশেষ কোন পদ দেওয়া হতে পারে বলেও মনে করছে পদ্ম শিবিরের একাংশ।

Smita Hari

সম্পর্কিত খবর