প্রবল বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়, রয়েছে বন্যা এবং ধস নামার আশঙ্কাও: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার পর্যন্ত দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। উত্তরের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, এমনকি ধস নামারও আশঙ্কা করছে হাওয়া অফিস। জারি করা হয়েছে সতর্কতা। অন্যদিকে দক্ষিণে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার অবধি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, গতকালের মত আজও দক্ষিণের বেশকিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির সম্ভাবনার মাঝেও, দক্ষিণে চড়তে পারে তাপমাত্রার পারদ। অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

vbvbbv

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা89%
বাতাস5 km/h
মেঘে ঢাকা82%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

in heavyrain 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

শনিবার এবং রবিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর