বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের নামকরা উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম কামরান আকমাল। এই মারমুখী ব্যাটসম্যান একা হাতে বদলে দিয়েছেন বহু ম্যাচের রং। কিপিং গ্লাভস হাতেও বহু স্মরণীয় মুহূর্ত পাকিস্তানকে উপহার দিয়েছেন তিনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় চরম বিতর্কের মুখে পড়তে হলো এই উইকেটকিপার ব্যাটসম্যানকেই। ভারতের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে অর্থাৎ ১৪ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় পাকিস্তানে।
এ দেশের মতোই সে দেশেও এই দিন দেশবাসীকে বিশ্বের নানা ক্ষেত্রে তারকারা। কিন্তু এই শুভেচ্ছা জানাতে গিয়েই এবার বড় ভুল করে বসলেন এই পাক ক্রিকেটার। গতকাল রাত বারোটার সময় টুইটারের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি Independence Day-র বদলে Indepence Day-র অভিনন্দন জানান পাকিস্তানিদের। তাঁর টুইটে পাকিস্তানের পতাকার নীচে লেখা ছিল ‘Happy Indepence Day’। তার পরেই তাকে নিয়ে শুরু হয় হাসি মজা। কার্যত তাড়াতাড়ির মাথাতেই হয়তো এই ভুল। কিন্তু এই নিয়েই নেট নাগরিকদের কাছে হাসির পাত্র হয়ে উঠলেন কামরান।
https://twitter.com/KamiAkmal23/status/1426256477090635776?s=19
এক নেট নাগরিক তো এও লেখেন, “কামরান ভাই আপনাকে শ্রদ্ধা, আপনি একমাত্র মানুষ রিমি ঠিকঠাক প্রতিশোধ নিতে পারলেন। ব্রিটিশরা আমাদের দেশের সঙ্গে যেটা করেছে, আপনি ঠিক সেটাই ওদের ভাষার সঙ্গে করছেন।” আরেকজন লেখেন, “পাকিস্তানিদের আলাদা একটি ইংরেজী অভিধান আছে।” সবমিলিয়ে টুইটটি যে এখন নেট নাগরিকদের ভীষণ কটাক্ষের শিকার হচ্ছে তা বলাই বাহুল্য।