বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবস (independence day) উপলক্ষ্যে দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য এক সুখবর নিয়ে এল। ভাড়া বাড়ি থেকে মুক্তি পাওয়ার একটি সুযোগ করে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। Zero Processing Fees-এ গ্রাহকদের লোন দেওয়ার ঘোষণা করেছে SBI।
হোম লোনে খুব আকর্ষণীয় ছাড়ের সুবিধা দিচ্ছে SBI। গৃহ লোনে সুবিধার আওতায় মহিলাদের সুদের হারে ৫ টি বেসিস পয়েন্টে ছাড় দেওয়া হচ্ছে। তবে ব্যাঙ্কের পক্ষ থেকে YONO সার্ভিসের মাধ্যমে হোম লোনের আবেদন করে থাকলে, বেশ কিছু ডিসকাউন্টের কথাও বলা হয়েছে।
বর্তমানে SBI-তে সুদের হার ৬.৭০ শতাংশ। তবে এখন গ্রাহকদের ৩০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়ার সুবিধা দিচ্ছে SBI, যার জন্য সুদের হার একই থাকছে। তবে ৩০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা ঋণ নিলে, সুদের হার কিছুটা বাড়তে পারে। তখন সুদের পরিমাণ হতে পারে ৬.৯৫ শতাংশ।
পাশাপাশি SBI-র পক্ষ থেকে 7208933140 খুলে দেওয়া হয়েছে গ্রাহকদের জন্য, যে নম্বরে মিসকল দিয়ে গ্রাহকরা হোম লোনের বিষয়ে বিশদে জানতে পারবে। স্বাধীনতা দিবসের আগেই গ্রাহকদের জন্য এই দারুণ সুখবর দিল SBI। যার ফলে কিছুটা হলেও, সুরাহা হবে গ্রাহকদের।