পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু, আহত বহু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) একটি বিস্ফোরণে ১০ জন প্রাণ হারিয়েছে। করাচির মবাচ গোঠ এলাকায় শনিবার রাতে একটি মিনি ট্রাকে রাখা সিলিন্ডারে এই বিস্ফোরণ (Cylinder Blast) হয়। বিস্ফোরণের ফলে ১০ জন প্রাণ হারিয়েছে, আর ১০ জন আহত হয়েছে।

বিস্ফোরণের খবর পেতেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই বিস্ফোরণ মিনি ট্রাকে থাকা একটি সিলিন্ডারে হয়।

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন” অনুযায়ী, ওই মিনিট্রাকে ২০ থেকে ২৫ জন যাত্রী সওয়ার ছিল। সবাই একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল।

গোটা ঘটনার তদন্তে নেমেছে করাচি পুলিশ। বিস্ফোরণ কী কারণে হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। করাচির প্রশাসক মুরতজা বহাব ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

X