বাংলাহান্ট ডেস্ক: আবারো ট্রোল বাংলা সিরিয়াল নিয়ে। নিশানায় সেই ‘দেশের মাটি’ (desher mati)। নোয়া কিয়ানের বিয়ে, বহু প্রতীক্ষিত রাজা মাম্পির বিয়ে কোনো কিছুতেই বাড়ানো যাচ্ছে না সিরিয়ালের টিআরপি। এদিকে টিআরপি যত নামছে ততই মাথাচাড়া দিয়ে বাড়ছে ট্রোল। আর তা হবে নাই বা কেন। নেটিজেনদের প্রশ্ন, গল্পের গরু গাছে তুললে ট্রোল হবে না তো কী হবে?
মাত্র কিছুদিন আগেই রাজা মাম্পির বিয়ে নিয়ে মেতেছিল নেটনাগরিকরা। আবার ফুলশয্যার দৃশ্যে কিছু ঘনিষ্ঠ দৃশ্য দেখানো নিয়েও আপত্তি উঠেছিল। সেসব মিটতে না মিটতেই ফের কাঠগড়ায় দেশের মাটি নির্মাতারা। এবার ট্রোলের বিষয় একটি প্লাস্টিকের খাঁড়া যা দিয়ে কিনা শিবু গুণ্ডাকে খুন করেছে নোয়া!
সিরিয়ালে আপাতত দেখানো হচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিয়ান। তার এই হাল করেছে শিবু। রাগে অগ্নিশর্মা হয়ে শিবুকে শাস্তি দিতে হাতে খাঁড়া তুলে নিল নোয়া ওরফে অভিনেত্রী শ্রুতি দাস। না আসল নয়, প্লাস্টিকের। একটু হাওয়াতেই যা কিনা নড়ে উঠছে। সেই প্লাস্টিকের খাঁড়া নিয়েই শিবুর বাড়ি গিয়ে নোয়া চিৎকার করে বলে, “আপনাদের ছেলেকে না পুরো শেষ করে দিয়েছি”।
এ দৃশ্য দেখেই ট্রোল শুরু নেটপাড়ায়। কাণ্ড দেখে হেসে লুটিয়ে পড়ছে নেটনাগরিকরা। প্লাস্টিকের খাঁড়া দিয়েও খুন করা যায় তা দেশের মাটি না দেখলে জানাই যেত না, রসিকতা নেটিজেনদের। আবার কয়েকজন শ্রুতির অভিনয়ের প্রশংসা করেছেন। কিন্তু পুরো বিষয়টা আরো একটু বাস্তব সম্মত হলে ভাল লাগত। ভবিষ্যতে এই দিকগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, পরামর্শ তাদের।
https://www.instagram.com/p/CSZWEncJe44/?utm_medium=copy_link
অবশ্য বাংলা বা হিন্দি সিরিয়ালে আজব দৃশ্য দেখা মোটেই এখন আর নতুন কিছু নয়। টিআরপি বজায় রাখতে মাঝে মাঝেই গল্পের গরুকে গাছে তুলে দেওয়া হয়। মৃত মানুষ আবার বেঁচে ওঠা বা হারিয়ে যাওয়া ব্যক্তি আবার ফিরে আসা এমন তো আকছারই ঘটছে সিরিয়ালে।