বাংলাহান্ট ডেস্কঃ শনিবারই তাঁকে দেখা গিয়েছিল এক নতুন রূপে। তাঁর সেই নতুন ভিডিও, রীতিমত ঝড় তুলেছিল অনুরাগীদের মনে। তবে আজ অর্থাৎ স্বাধীনতা দিবসে সেই তাকেই দেখা গেল নিউমার্কেটে সবজি বিক্রি করতে। ৭৫ তম স্বাধীনতা দিবসেই রাস্তায় বসে সবজি বিক্রি করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (madan mitra)।
মাথায় সাদা কাশ্মীরি টুপি, গায়ে পাঞ্জাবি এবং চোখে রয়েছে তাঁর ফেমাস সানগ্লাস। তবে এবার রিক্সাওয়ালা নয়, ‘আমি যে ফেরিওয়ালা, দিন কি এমনই যাবে’ গান ধরলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। মাত্র ১ টাকায় ১৫ কেজি সবজি বিক্রি করলেন রাস্তায় বসেই। যার মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, পেপে, কাঁকরোল, পটল নানাধরনের সবজি, তেল ইত্যাদি।
এবিষয়ে মদন মিত্র বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, যত পার মানুষের পাশে দাঁড়াও। এখানে গরীব হকার, গরীব মানুষদের জন্য এই ব্যবস্থা করেছিল। এক রুপিয়া মে পন্দ্রা কেজি, এক টাকা দিয়ে ১৫ কেজি সবজি দিচ্ছি। মমতা ব্যানার্জীর চিন্তাধারাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি’।
এদিন এই সবজি বিক্রির আসরে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করতে ছাড়লেন না মদন মিত্র। তিনি বললেন, ‘মমতা ব্যানার্জীর চিন্তাধারাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য, মানুষের পাশে দাঁড়াও। এরকম করো না যে, মাতঙ্গিনী হাজরা কোন রাজ্যের, তা বলতে গিয়ে ভুল করো’।
এদিন কথা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বক্সিং রিং-এ আহ্বান জানিয়ে মদন মিত্র বলেন, ‘আমি দিলীপবাবুকে আহ্বান জানাচ্ছি। আপনার তো কন্যাশ্রী ভালো লাগে না না, পুরুষশ্রী প্রতিযোগিতা করছি। আমি আর আপনি নাম দিই। দেখি না কার কত TRP হয়?’