ত্রিপুরায় এমার্জেন্সি চলছে বলে তোপ কুণালের, মহিলা কমিশনের হস্তক্ষেপের দাবি তৃণমূল নেতার

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরা (tripura) জয়ের লক্ষ্যে দান মেরেছে তৃণমূল (tmc)। আর সেই দানকে লক্ষ্যে পৌঁছাতে ঝাঁপিয়ে পড়েছে সর্বতোভাবে। যুবনেতৃত্ব দেবাংশু, জয়া, সুদীপের পর এবার ত্রিপুরায় আক্রান্ত হলেন দুই মহিলা সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দাররা। অভিযোগ উঠেছে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে হামলার শিকার হলেন বাংলার সাংসদরা।

‘স্বাধীনতা দিবস’ এবং ‘খেলা হবে’ দিবস পালন করতে ত্রিপুরায় গিয়েছিলেন তৃণমূলের ৮ সাংসদ। আর সেখানে গিয়েই আক্রান্ত হলেন দোলা সেন, অপরূপা পোদ্দাররা। হামলার ফলে দোলা সেনের আপ্ত সহায়কের মাথা ফেটে যায় এবং আহত হন দোলা সেন নিজেও। অন্যদিকে হামলার মাঝে ব্যাগ, ফোন ছিনতাই হয়ে যায় অপরূপা পোদ্দারের। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়।

tmc flag

ত্রিপুরায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় দলীয় দপ্তরে বসে সুর চড়ালেন কুণাল ঘোষ (kunal ghosh)। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আই প্যাকের সদস্যদের উপর হামলা হওয়া থেকেই, ত্রিপুরায় তৃণমূলের উপর ক্রমাগত হামলা হয়ে চলেছে। বাঁধা দেওয়া হচ্ছে সবুজ শিবিরকে। ত্রিপুরা কেমন আছে- সেই সমীক্ষা করতেও যেন ভয় পাচ্ছে বিজেপি শিবির’।

এরপর তিনি বলেন, ‘তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যারা হামলা করেছিল, তাঁদের এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এমনকি আক্রান্তরা নিরাপত্তা দেওয়ার নাম করে, মাঝরাতে তাঁদের গ্রেফতার করা হয়। আজ জাতীয় পতাকা উত্তোলনের সময় কুৎসিত আক্রমণ করছে, আর সবটাই পুলিশ দাঁড়িয়ে দেখছে। মহিলা কমিশন, মানবাধিকার কমিশন একবার ত্রিপুরায় এসে দেখুন, এখানে ঠিক কি চলছে’।

Smita Hari

সম্পর্কিত খবর