চিরঘুমের দেশে চলে গেলেন জার্মানির অন্যতম শ্রেষ্ঠ স্ট্রাইকার গার্ড মুলার

বাংলা হান্ট ডেস্কঃ ফুটবলের জগতে মারাদোনার পর, ফের আর একটি নক্ষত্র পতন। চলে গেলেন কিংবদন্তি জার্মান স্ট্রাইকার গার্ড মুলার। ২০১৫ সাল থেকেই অ্যালঝাইমার রোগে ভুগছিলেন তিনি। পাশাপাশি ১৯৮২ সালে খেলোয়াড় থাকাকালীন তিনি অ্যালকোহলিজমেরও শিকার হয়েছিলেন মুলার। রবিবার তার মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে তার প্রাক্তন ক্লাব ব্রায়ান মিউনিখ তরফে। নিজের সময়ে অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে পরিচিত ছিলেন মুলার।

জার্মানি দলের তিনিই ছিলেন বড় ভরসা, কার্যত ১৯৭২ ইউরো কাপ এবং ১৯৭৪ সালে জার্মানির ফিফা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই মুলার। এছাড়া ব্রায়ান মিউনিখের হয়েও তিনি ছিলেন অন্যতম সেরা স্ট্রাইকার। ক্লাব এবং দেশ মিলিয়ে ৭৮০ ম্যাচে মোট ৭১১ টি গোল এসেছিল তার পা থেকে। এমন এক কিংবদন্তির প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকাহত ক্রীড়ামহল।

১৯৭৪ সালে বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়সূচক গোলটিও আসে এই মুলারের পা থেকেই। ইতিমধ্যেই তাঁর প্রয়াণে শোক বার্তা জ্ঞাপন করেছে ব্রায়ান মিউনিখ। প্রেসিডেন্ট হারবার্ট হাইনার জানান, “আজকের এই দিনটি খুবই বেদনাদায়ক, বলা যেতে পারে ব্রায়ান সমর্থকদের কাছে এটি একটি কালো দিন। মুলার চিরকালের একজন সর্বশ্রেষ্ঠ স্ট্রাইকার এবং সবচেয়ে বড় কথা তিনি একজন অসাধারণ মানুষ। বিশ্ব ফুটবলে একজন স্মরণীয় ব্যক্তিত্ব। আমি তার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা জানাই।”

images 2021 08 15T182306.140

একই কথা শোনা যায় সিইও অলিভার কানের মুখেও। ব্রায়ানের হয়ে ১৫ বছরে ৫৬৬ টি গোল করেছিলেন গার্ড মুলার। জার্মান স্ট্রাইকারদের মধ্যে প্রতিপক্ষের মনে এমন ভয় ধরানো স্ট্রাইকার যে খুব কমই এসেছেন তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর