বাংলাহান্ট ডেস্ক: বিজেপিকে তোপ দাগার একটা সুযোগও ছাড়ছেন না সায়নী ঘোষ (saayoni ghosh)। স্বাধীনতা দিবসে তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে (matangini hazra) অসমের বলে যে ভুল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) তার পালটা দিলেন যুব তৃণমূলের সভাপতি। পরিচালক সৃজিত মুখার্জির নয়া সিরিজের ঢঙেই প্রধানমন্ত্রীকে সায়নীর কটাক্ষ, ‘মাতঙ্গিনী এখানে কোনও আন্দোলন করতে আসেননি’।
১৫ অগাস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষন দেওয়ার সময় স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন রাজ্যের বীরাঙ্গনাদের কৃতিত্ব স্মরণ করছিলেন প্রধানমন্ত্রী। তখনি তমলুকের মাতঙ্গিনী হাজরাকে অসমের বলে বড়সড় ভুল করে বসেন নরেন্দ্র মোদী। তাঁর এই বেফাঁস মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
এবার এক ব্যঙ্গাত্মক টুইট করে নরেন্দ্র মোদীকে বিঁধেছেন সায়নী। সদ্য মুক্তিপ্রাপ্ত সৃজিত পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’র স্টাইলে কটাক্ষ করেছেন তিনি। সিরিজের পোস্টারটিতে ফটোশপ করে বসানো হয়েছে প্রধানমন্ত্রীর ছবি। সেই সঙ্গে নাম বদলে লেখা হয়েছে ‘মাতঙ্গিনী এখানে কোনও আন্দোলন করতে আসেননি’। ছবিটি টুইট করে সায়নী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে এটি পেয়েছেন তিনি।
Received on WhatsApp, time for some Bengali humour! pic.twitter.com/mC1EWRvhB5
— Saayoni Ghosh (@sayani06) August 15, 2021
এদিন ত্রিপুরার উদ্দেশে পাড়ি দিয়েছেন সায়নী। এর আগে ত্রিপুরায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তের উপর হামলার ঘটনায় সরব হয়েছিলেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (biplab deb) তীব্র ভর্ৎসনা করে সায়নী টুইট করেন, ‘আপনার মরে যাওয়া উচিত। আপনার লজ্জিত হওয়া উচিত নিজের থেকে অর্ধেক বয়সের তরুণ নেতাদের আক্রমণ করতে। বিশ্বাস করুন আমরা যখন বলছি তখন আপনাকে এবং আপনাদের দলকে ত্রিপুরার মানচিত্র থেকে মুছে দেব। কথা দিচ্ছি আমরা।’