বাংলাহান্ট ডেস্কঃ দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) সমর্থন করেছে ২৪ শতাংশ মানুষ। জনপ্রিয়তার মাত্রা কিছুটা কমে গেলেও, এখনও প্রথম স্থানেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই তালিকায় ৮ শতাংশ ভোট পেয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রত্যেক বছর জানুয়ারি এবং অগস্ট মাসে ‘মুড অব দ্য নেশন’ নামে একটি সমীক্ষা চালায়। এই সমীক্ষার শেষ ফলাফল অর্থাৎ জানুয়ারি মাসে করা রিপোর্টে প্রধানমন্ত্রী মোদীকে চেয়েছিলেন ৩৮ শতাংশ মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনার দ্বিতোয় ঢেউ, অক্সিজেন সংকট, কৃষি আইন নিয়ে বিক্ষোভ- এসমস্ত চলতে থাকার মাঝে কিছুটা হলেও ফিকে পড়ে গেছে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা। ফলাফল ২৪ শতাংশে নেমে এলেও, এখনও প্রথম স্থানেই রয়েছেন মোদী জি।
তবে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১১ শতাংশ মানুষের বিচারে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য প্রার্থী হলেন যোগী আদিত্যনাথ। এরপর ১০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী।
এই তালিকায় জানুয়ারীতে মাত্র ৪ শতাংশ ভোট পাওয়ার পর, আগস্টে ৮ শতাংশ ভোট পেয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে একই জায়গায় টক্কর দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের অভূতপূর্ব সাফল্যের পর, অনেকাংশে খ্যাতি বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার ২৪-র লোকসভাকে টার্গেট করে এগিয়ে যাওয়ায়, অনেকেই চাইছেন দেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দিল্লী মসনদে জাঁকিয়ে বসুন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই তালিকায় ৭ শতাংশ ভোট পেয়ে, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।