টিকিট না পাওয়ায় বিজেপি ছেড়ে বামে অনিন্দ‍্য-রূপা! ক্ষোভে দল ছাড়ার হুঁশিয়ারি রাহুল-শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি বনাম তৃণমূলের লড়াই সবাই দেখেছে। সেই সঙ্গে স্রোতে ভেসে রাজনীতিতে যোগও দিয়েছিলেন বেশ কয়েকজন তারকা। কিন্তু নির্বাচন শেষে অনেকেই হয় রাজনীতি ছাড়ছেন নয় দল বদলাচ্ছেন। তালিকায় এবার নাম লেখালেন বিজেপির অনিন্দ‍্যপুলক বন্দ‍্যোপাধ‍্যায় (anindya banerjee) এবং রূপা ভট্টাচার্য (rupa bhattacharjee)। তবে এবার নির্বাচনের সময় নয়, বেশ অনেকদিন ধরেই গেরুয়া দলের সদস‍্য।

কিছুদিন আগেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন অনিন্দ‍্য। তখন অনেকেই ভেবেছিলেন সম্ভবত তৃণমূলে যাচ্ছেন তিনি। কিন্তু সকলকে অবাক করে বাম দলে নাম লেখালেন অনিন্দ‍্য, সঙ্গী রূপা এবং পার্থসারথি দেব। শ্রমজীবী ক‍্যান্টিনের ৫০০ দিন পূর্তিতে শতরূপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছে অনিন্দ‍্য ও রূপাকে। এদিকে দলবদলের খবর প্রকাশ‍্যে আসতেই সিপিএম ছাড়ার হুমকি দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় (rahul banerjee)।

anindya 1
কট্টর বাম সমর্থক বলে পরিচিত রাহুল। শুধু মুখে নয়, নির্বাচনের আগে বামের হয়ে সমর্থনে রাস্তায়ও নেমেছিলেন তিনি। কিন্তু অনিন্দ‍্য রূপার সিপিএমে যোগ দেওয়ার খবরে ক্ষুব্ধ তিনি। কোনো রকম রাখঢাক না করেই নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এত দিন যে দলকে নিঃস্বার্থ সমর্থন করে এসেছেন সেই দল ছাড়ার হুমকিও দিয়েছেন রাহুল।

অভিনেতা লিখেছেন, ‘আমি কোনো প্রলোভন বা ক্ষমতার কারণে রাজনীতি করিনা। আমার রাজনীতি একান্তই আদর্শগত। সিপিএম এর মঞ্চে যদি টিকিট না পাওয়া হতাশ বিজেপি জায়গা পায় তাহলে আমি আজ এই মুহূর্ত থেকে সিপিএম এর সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আমার বামপন্থা সিপিএম এর মুখাপেক্ষী নয়। যে একবারের জন্য ও সাম্প্রদায়িক দলের সাথে জড়িয়েছে, বিশেষত সে যদি সেলিব্রিটি হয়,তার সাথে কোনোদিন এক মঞ্চে আমি থাকব না। সিপিএম ভেবে দেখুক আমাদের প্রয়োজন, না তাদের।’

সংবাদ মাধ‍্যমের কাছেও স্পষ্ট কথায় প্রতিবাদ জানিয়েছেন রাহুল। তাঁর বক্তব‍্য, “যারা দুদিন আগে জয় শ্রীরাম বলেছে তারা আমার সামনে এসে মার্কসবাদ কপচাবে, সেটা আমি বিশ্বাস করব না। এটা যদি সত‍্যি হয় তবে আমি সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। তাঁদের সঙ্গে ব‍্যক্তিগত কোনো সমস‍্যা নেই। স্টুডিওতে ঢোকার পর আমরা সবাই সহকর্মী।”

IMG 20201202 172611
বিজেপি ছেড়ে বামে যোগ দেওয়া নিয়ে অনিন্দ‍্য বলেন, টলিউডে বিভেদের প্রতিবাদ করতেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু দলে গিয়ে দেখেন বিজেপির তথাকথিত শিক্ষা সংষ্কৃতির অভাব যেটা বামে রয়েছে। উপরন্তু তাঁর বাবাও বাম সমর্থক। যুবক যুবতীরা ৫০০ দিন ধরে নিজেদের মেরুদণ্ডের জোরে সমাজের পাশে রয়েছে। সেই কারণেই বামে যোগ দিলেন তিনি।

অনিন্দ‍্য রূপার ভোলবদলে ক্ষুব্ধ শ্রীলেখা মিত্রও (sreelekha mitra)। নিজেকে বামপন্থী বলে পরিচয় দিয়ে তিনি বলেছেন, ইন্ডাস্ট্রির অনেকেই এক সময় মানুষের জন‍্য কাজ করবেন বলে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু তাদের মধ‍্যেই কয়েকজন টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। আর আজ এদের মধ‍্যেই কয়েকজনকে সিপিএমে দেখে তিনি হতবাক। এরাই একসময় তাঁকে গালমন্দ করেছিলেন। তাই এদের যদি পার্টি স্থান দেয় তবে সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রীলেখাও।

Niranjana Nag

সম্পর্কিত খবর