কাল মোদী না থাকলে এমন অবস্থা আমাদেরও হবে, আফগানিস্তানে তালিবান-রাজ নিয়ে সরব কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: আফগানিস্তানে তালিবানি রাজ নিয়ে সরব কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। দুদিন আগে আফগানিস্তানের কাবুলের অধিকার নিয়েছে তালিবান। প্রেসিডেন্ট হাউসও তাঁদের দখলে। গত দুদিন ধরে আফগানদের বাঁচার লড়াই ঘুম কেড়েছে বিশ্ববাসীর। এই প্রসঙ্গে এবার নিজের মতামত প্রকাশ করলেন কঙ্গনা। ফের অভিনেত্রীর মুখে মোদী স্তুতি।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি স্টোরি পোস্ট করেছেন কঙ্গনা। প্রাণ বাঁচানোর তাগিদে বিমানে উঠতে আফগানদের দৌড়াদৌড়ির একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মনে রাখবেন পাকিস্তান তালিবানদের মদত দেয় আর আমেরিকা ওদের অস্ত্র যোগায়। তালিবানরা আমাদের অনেক কাছে এসে গিয়েছে। এখন এটা দেখুন, কাল মোদী না থাকলে এটা আপনিও হতে পারেন।’

   

kangana 2
প্রেসিডেন্ট হাউস পর্যন্ত তালিবানদের দখলে চলে গিয়েছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি। প্রেসিডেন্ট হাউসে তালিবানদের খানাপিনার একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘এখন আমি বুঝতে পারছি কীভাবে অনেক বছর ইসলামিক যাযাবররা সবথেকে সমৃদ্ধশালী ভারত মাতাকে দখল করেছিল।’

Screenshot 2021 08 17 13 24 53 836 com.instagram.android
এদিন নাগরিকত্ব আইনের হয়েও সুর চড়ান কঙ্গনা। তিনি বলেন, যেসব মুসলিমরা আফগানিস্তানে তালিবানদের আচরণকে সমর্থন করছেন তাদের বলতে চাই, আমাদের দেশের সরকারকে ধন‍্যবাদ যে তারা নাগরিকত্ব আইন পাশের প্রস্তাব এনেছেন। এতে অন্তত প্রতিবেশী ইসলামিক দেশগুলির হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সহ সংখ‍্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বাঁচার রাস্তা পাবেন। আফগানিস্তানের জন‍্যও তিনি প্রার্থনা করবেন বলে জানিয়েছেন।

Screenshot 2021 08 17 15 19 27 554 com.instagram.android
আফগানিস্তানের ভয়াবহতা নিয়ে সরব হয়েছেন রিয়া চক্রবর্তীও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া লিখেছেন, ‘সারা বিশ্বে যখন মহিলারা সমান বেতনের অধিকারের জন‍্য লড়ছে, আফগানিস্তানে তখন বেচে দেওয়া হচ্ছে মহিলাদের। তারাই এখন বেতন হয়ে গিয়েছে। আফগানিস্তানে মহিলা ও সংখ‍্যালঘুদের অবস্থা দেখে ব‍্যথিত। বিশ্ব নেতাদের রুখে দাঁড়ানোর আবেদন জানাচ্ছি। মহিলারাও মানুষ।’

ad2
Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর