বাংলাহান্ট ডেস্ক: বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে চর্চার কেন্দ্রে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)। অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক, বিজেপিতে যোগদান সব মিলিয়ে রাতারাতি আলোচনার শীর্ষে উঠে আসেন যশ। বিশেষ করে নুসরত সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ মনে করছেন অভিনেত্রীর ভাবী সন্তানের বাবা সম্ভবত যশ দাশগুপ্ত।
তবে এই বিষয়ে কোনো কথা বলতেই রাজি নন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নিন্দা, সমালোচনা কম নেই। এই ট্রোলের বিষয়ে মুখ খুলেছেন তিনি। যশের কথায়, গঠনমূলক সমালোচনা বা ছোটখাট হাসি ঠাট্টার মতো ট্রোল হলে সেটা মেনে নেওয়া যায়। বরং তারকারা সেটা উপভোগই করেন। কিন্তু মাঝে মাঝে ট্রোলটা আক্রমণের পর্যায়ে চলে যায়।
যশ জানালেন, টলিউড তারকাদের কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে এসব ট্রোল নিয়ে আলোচনা, হাসি ঠাট্টা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়াকে ঢাল বানিয়ে নেটমাধ্যমে কারোর ব্যাপারে কুৎসা রটানোর প্রবণতাটা মেনে নেওয়া যায় না। যশ বলেন, তাঁর মতে সোশ্যাল মিডিয়ায় যার অনুগামী বেশি তাকে নিয়েই বেশি কথা হবে। তিনি আরো বলেন, তাঁরও মহিলা ফ্যান ফলোয়িং কম নেই। সকাল সকাল উঠে সুন্দর সুন্দর মুখ দেখতে ভাল লাগে তাঁর।
অতি সম্প্রতি মুক্তি পেয়েছে যশ ও মধুমিতা সরকারের (madhumita sarkar) নয়া মিউজিক ভিডিও ‘ও মন রে’। ইতিমধ্যেই ইউটিউবে ট্রেন্ডিং তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই ভিডিও। জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র অরণ্য ও পাখির হিট জুটি এখনো একই রকম জনপ্রিয় রয়েছে দর্শকদের কাছে।
https://www.instagram.com/p/CSmDh_VJCzU/?utm_medium=copy_link
দীর্ঘ ৫ বছর পরে ফের একসঙ্গে জুটি বাঁধলেন যশ মধুমিতা। ‘অভিযোগ’ ও ‘অভিমান’ খ্যাত বাংলাদেশি গায়ক তনভীর ইভান গেয়েছেন গানটি। সঙ্গীত পরিচালনায় রয়েছেন বাবা যাদব। প্রযোজনায় ভেঙ্কটেশ ফিল্মস। এই পাঁচ বছরে অনেকবারই একসঙ্গে কাজ করার কথা ভেবেছিলেন দুজনে। ভাল চিত্রনাট্য পেলে ভবিষ্যতেও ফের জুটি বাঁধার কথা ভাবছেন দুজনে।