বাংলাহান্ট ডেস্কঃ মাঝ আকাশে প্রথম আগুন ধরে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ঝোপের মধ্যে। এরপরই কালো ধোঁয়া এবং জ্বলন্ত আগুনের শিখা দেখা যায় ওই ঝোপ থেকে। না এটি রূপোলী পর্দার কোন বানানো দৃশ্য নয়, বাস্তবে এমনই দুর্ঘটনার মুখোমুখি হয়েছে ঘটেছে রুশ সামরিক বিমান ইল-১১২ভি (Il-112V)। স্যোশাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও (viral video) দেখে গায়ে কাঁটা দিয়েছে নেটিজনদের।
মঙ্গলবার মস্কোর বাইরে একটি প্রোটোটাইপের পরীক্ষামূলক উড়ান চলছিল। সেই সময় আচমকাই এই সামরিক কার্গো বিমান বা মালবাহী বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। সেই অবস্থাতেই কিছুক্ষণ আকাশে উড়তে থাকলেও, অবশেষে শেষরক্ষা হয়না। নিয়ন্ত্রণ হারিয়ে একটা ঝোপের মধ্যে পড়ে যায় সেই বিমানটি। আর একটু পরই সেই ঝোপ থেকে লাল ধোঁয়া এবং জ্বলন্ত আগুনের শিখা দেখা যায়।
Russian prototype ll-112V military transport aircraft crashed somewhere in Moscow region. Three test pilots reportedly died. pic.twitter.com/dI9Nkdumtu
— Jitender Sharma (@capt_ivane) August 17, 2021
সূত্রের খবর, ওই বিমানে সেই সময় উপস্থিত ছিলেন তিনজন ক্রু সদস্য। যাদের মধ্যে একজন ছিলেন দারুণ অভিজ্ঞ এই রুশ সেনাবাহিনীর টেস্ট পাইলট কমান্ডার নিকোলাই কুইমভ। বিমান মধ্যস্থ ৩ জনই মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে রুশ এয়ার ট্রাফিক কর্তৃপক্ষ অবশ্য এখনও এই দুর্ঘটনার বিষয়ে কিছু জানায়নি।
জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মস্কোর কাছে কুবিঙ্কা নামে এক জঙ্গলে ভেঙে পড়ে। তবে সেখানে কোন জনবসতি না থাকায়, সেখান থেকে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন নেট দুনিয়ার বাসিন্দারা।