ডেলিভারি দিতে বেরিয়ে নিজেই অর্ধেক খাবার সাবাড় করে করলেন প্যাক, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃরোজকার কর্মব্যস্ততা আর ইঁদুর দৌড়ের জীবনে বেশীরভাগ মানুষেরই খিদে মেটাবার এক অন্যতম আশ্রয় হয়ে উঠেছে বিভিন্ন অনলাইন ফুড অ্যাপ (Food App) গুলি। বিশেষ করে চাকরিসূত্রে যারা বাড়ির বাইরে থাকেন তাদের ক্ষেত্রে তো আরও বেশি করে কাজে লাগে। স্মার্ট ফোনের পর্দায় আঙুল বুলিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই হয়ে যায় মুশকিল আসান।

শুধু কি তাই! বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে কিংবা হঠাৎ স্পেশাল দিন সেলিব্রেট করার ইচ্ছা হলে সবটাই খুব সুন্দর ভাবে সামলে দেওয়া যায় অনলাইনে খাবার অর্ডার করে। আর রইলো বাকি করোনা। সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে লকডাউনের জেরে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে পড়লেও থেমে ছিল না এই ফুড অ্যাপ সংস্থা গুলোর সাথে জড়িত ডেলিভারি বয়দের গাড়ির চাকা। বরং মহামারীর পর থেকেই ডেলিভারি বয়দের (Delivery Boy) খাদ্য সরবরাহের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিই পেয়েছে।

শুধুমাত্র একটা স্মার্ট ফোনের সাহায্যে কয়েকটি ক্লিকের মাধ্যমে বাড়ি বসেই বসেই যেভাবে পছন্দের খাবার বাড়ির দরজায় চলে আসে তা এককথায় অনবদ্য। তবে মুদ্রার উল্টো পিঠের মতোই ,অনলাইনে খাবার অর্ডার করার যেমন সুবিধা রয়েছে তেমনই এর কিছু অসুবিধাও রয়েছে।

অতীতে,খাবার চুরি করা ছাড়াও একাধিক অভিযোগ উঠতে দেখা গিয়েছে ডেলিভারি বয়দের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোরফেরা করছে এমনই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে এক ডেলিভারি বয় বাইক থামিয়ে মাঝ রাস্তায় বসে গ্রাহকদের খাবারের থেকে খাবার চুরি করছেন। আর বাকিটা আবার প্যাক করে রেখে দিচ্ছেন।

ক্যামেরায় ধরা পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক ডেলিভারি বয় কাস্টমারের জন্য নিয়ে আসা খাবারের প্যাকেট এক এক করে খুলছেন আর কিছুটা করে খাবার নিজের টিফিন বক্সে ভরছেন। ওই ডেলিভারি বয়ের চুরি করা খাবারের মধ্যে রয়েছে নুডলস, কিছু ভাজা স্ন্যাক্স এবং কিছুটা স্যুপ। নিজের ইচ্ছা মতো সব খাওয়ার নেওয়ার পর আবার স্ট্যাপলার দিয়ে বাকি খাবার গুলো প্যাক করে রেখে দেয় সে। এই ভিডিওটি শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ১ লক্ষ ৮৫ হাজার ভিউ পেয়েছে।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর