বাংলা হান্ট ডেস্কঃ ইন্ডিয়া অস্ট্রেলিয়া, কিম্বা ইন্ডিয়া ইংল্যান্ড মাঠে নামলে যে তাপ উত্তাপের বন্যা বইবে তা বলাই বাহুল্য। আর তা যদি হয় লর্ডসের ময়দানে দ্বিতীয় টেস্টের মতো একটি উত্তপ্ত টেস্ট ম্যাচ, তাহলে তো কথাই নেই। বিনোদনের ভাষায় বলতে গেলে এই ম্যাচ ব্লকবাস্টার হিট সিনেমার থেকে কিছু কম নয়। প্রথম থেকেই যেন এক রোলার কোস্টার রাইড ছিল এই ম্যাচ জুড়ে। একদিকে যেমন কে এল রাহুলের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিল ভারত। তেমনই আবার ক্যাপ্টেন রুটের ইংল্যান্ড অধিনায়কোচিত ইনিংস ম্যাচে ফিরিয়ে দেয় ইংল্যান্ডকে।
আবার একটা সময় যখন মনে হচ্ছিল ম্যাচে হার বাঁচাতে মরিয়া লড়াই করতে হবে ভারতকে, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন বুমরা এবং শামী। তবে কাজটা মোটেই সহজ ছিল না, প্রথমত পঞ্চম দিনে পিচ থেকে যথেষ্ট সুবিধা পাচ্ছিলেন ইংরেজ বোলাররা। আর অন্যদিকে শামী বা বুমরা কেউই প্রথিতযশা ব্যাটসম্যান নন। তার ওপরে আবার ছিল স্লেজিং। টেস্ট সিরিজের শুরু থেকেই বিরাট আন্ডারসনের মধ্যে তর্ক বিতর্ক সামনে উঠে এসেছে বারবার। তবে পঞ্চমদিনে মার্ক উডদের লক্ষ্য ছিলেন বুমরা। বুমরার মনোযোগ নষ্ট করার জন্য সব রকমের প্রয়াস করেছিলেন তারা।
Things are heating up in the middle as words were exchanged between Jasprit Bumrah & the English team.
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Bumrah #Anderson pic.twitter.com/yj26kDcN2a
— Sony Sports Network (@SonySportsNetwk) August 16, 2021
ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৯২ ওভারে। জসপ্রীত বুমরার সঙ্গে মার্ক উডের তর্ক বিতর্ক শুরু হয় মাঠের মধ্যেই। স্বাভাবিকভাবেই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি থামাতে আসেন, ভারতীয় এই জোরে বোলারকে সাবধানও করে দেন তিনি। কাছাকাছি স্টাম্প মাইক না থাকায় কথা বাইরে না এলেও পরিষ্কার বোঝা যায় বুমরা বোঝাতে চাইছেন তিনি এই ঝগরা শুরু করেননি। এরপর ফের একবার ব্রিটিশ ফিল্ডারদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তার এগিয়ে আসেন জস বাটলারও।
Virat Kohli's Roar when Jasprit Bumrah Smashed a FOUR. pic.twitter.com/5OeVTujDak
— CricketMAN2 (@ImTanujSingh) August 16, 2021
এই ঘটনায় নিজের স্বভাব মতই চুপ ছিলেন জো রুট, কিন্তু অন্যদিকে ব্যালকনি থেকে রাগ চেপে রাখতে পারেননি বিরাট। এর পরের ওভারে বুমরা একটি চার মারতেই ব্যালকনি থেকে রীতিমতো উত্তেজিত হয়ে অভিনন্দন জানাতে দেখা যায় তাকে। যা ধরা পড়ে টিভি ক্যামেরাতেও, সব সময় নিজের অ্যাগ্রেসিভ ব্যবহারের জন্য পরিচিত বিরাট কোহলি। লর্ডসে পঞ্চম দিনেও দেখা গেল তারই বহিঃপ্রকাশ। যদিও ইতিমধ্যেই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছে টিম ইন্ডিয়া। তবে ম্যাচ চলাকালীন এই দৃশ্য এখন ফের একবার নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, এটাই ব্রিটিশদের চোখে চোখ রেখে ভারতের সিংহ গর্জন।