বাংলাহান্ট ডেস্কঃ ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে অগণিত ভিড়। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (lakshmir bhandar) প্রকল্পের ফর্ম তুলতে এসে ধাক্কাধাক্কির জেরে ভিড়ের চাপে আহত ৯ জন। ঘটনাটি ঘটেছে মালদা সাহাপুর হাইস্কুলে (malda sahapur high school)। আহতদের উদ্ধার করে নিয়ে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
শুরু হয়েছে বাংলার সরকারের জনপ্রিয় কর্মসূচী ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। গত বছরে এই ক্যাম্পের কারণে মানুষের মধ্যে তৈরি হওয়া উৎসাহ এবং তৃণমূল সরকারের প্রতি ভালোবাসার জেরে, এবছর আবারও ১৬ ই আগস্ট থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। চলবে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত।
অন্যান্য সকল প্রকল্পের সঙ্গে সঙ্গে এবারে এই ক্যাম্পে নতুন সংযোজন হয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আয়ত্তাভুক্ত তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা করে এবং সাধারণ ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পাবেন। পরিবারের একজন করে মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে পরিবারের কেউ সরকারী কর্মচারী হলে, সেই পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রধানত, মহিলাদের স্বনির্ভর করতেই এই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এই প্রকল্পের ফর্ম পাওয়া যাচ্ছে আয়োজিত ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে। কিন্তু সেখানে সেই ফর্ম তুলতে গিয়েই রীতিমত যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিন মালদা সাহাপুর হাইস্কুলে আয়োজিত ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম তুলতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হলেন ৯ জন। আহতদের মধ্যে রয়েছেন দুই শিশু ও চারজন মহিলা। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।