বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট থেকে এক রকম না নড়ারই সিদ্ধান্ত নিয়েছেন নুসরত জাহান (nusrat jahan)। নিখিল জৈনের (nikhil jain) সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্কে ভাঙন, যশ দাশগুপ্তের সঙ্গে নয়া সম্পর্কের গুঞ্জন এবং তারপর সন্তানসম্ভবা হওয়ার খবর, একের পর এক চমক দিয়েই চলেছেন সাংসদ অভিনেত্রী। এদিকে নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার করেও আইনি বিবাহ বিচ্ছেদের মামলা লড়ছেন নুসরত।
তবে এবার আইনি মামলার ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তন আনলেন অভিনেত্রী। গত ২০ জুলাই ছিল নুসরত নিখিলের বিবাহ বিচ্ছেদ মামলার দ্বিতীয় শুনানির তারিখ। কিন্তু সেদিন শুনানি হয়নি। যদিও নিখিল বা নুসরত কেউই সশরীরে উপস্থিত ছিলেন না এদিন। এরপর আজ তৃতীয় শুনানির তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু এদিনও শুনানি হয়নি মামলার। আগামী শুনানির তারিখ দেওয়া হয়েছে ৩রা সেপ্টেম্বর।
তার আগেই এক বড় সিদ্ধান্ত নিলেন নুসরত। নিজের আইনজীবীই বদলে ফেললেন তিনি। এতদিন নুসরতের হয়ে মামলাটি লড়ছিলেন সৌমেন রায়চৌধুরী। কিন্তু তাঁকে বদলে এবার অভিনেত্রী নিযুক্ত করলেন আইনজীবী চিন্ময় গুহ ঠাকুরতাকে। তবে হঠাৎ এমন বদলের কারণ জানা যায়নি।
পূর্ণ গর্ভাবস্থা চলছে এখন নুসরতের। মাত্র কিছুদিন আগেই এক বৃষ্টির দিনে যশ দাশগুপ্তের সঙ্গে পার্কস্ট্রিটের রাস্তায় দেখা গিয়েছিল তাঁকে। স্পষ্ট ছিল অভিনেত্রীর বেবি বাম্প। নুসরতের ‘সহবাস সঙ্গী’ নিখিল জৈন আগেই জানিয়েছিলেন সেপ্টেম্বরেই জন্ম নিতে পারে অভিনেত্রীর সন্তান। তবে টলিপাড়ায় এখন গুঞ্জন চলতি মাসের শেষেই নাকি মা হতে পারেন নুসরত। এখন ছবি শেয়ার করলেও শুধুমাত্র মুখের ছবিই শেয়ার করছেন তিনি।
সন্তান জন্মের আগে এই সময়টা সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন নুসরত। তবে শহরের মধ্যেই টুকটাক এদিক ওদিক খেতে যেতে দেখা যাচ্ছে তাঁকে। আর নুসরতের এই প্রেগনেন্সি ক্রেভিং মেটানোর দায়িত্ব নিয়েছেন যশ। তার প্রমাণ বহুবার মিলেছে। যশের পোষ্যকে একাধিকবার দেখা গিয়েছে নুসরতের সঙ্গে। এমনকি দুজনে একসঙ্গে পোষ্যকে নিয়ে সালোঁতেও গিয়েছিলেন।
পার্কস্ট্রিটে রেস্তোরাঁর পর আবার রবিবার ব্রাঞ্চে গিয়েও নুসরতের ছবি ভাইরাল হয়েছে। অবশ্য যশের সঙ্গে কোনো ছবিই নুসরত শেয়ার করেননি। কিন্তু দুজনের পারিপার্শ্বিক দৃশ্য দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করেই নিয়েছেন। এক নেটনাগরিকও দাবি করেছেন নুসরত ও যশকে একসঙ্গে দেখেছেন রেস্তোরাঁয়।