‘তালিবান আসছে, আমাদের বাঁচান” কাবুল থেকে ভাইরাল মহিলাদের আর্তনাদের ভিডিও

 

বাংলা হান্ট ডেস্কঃ গোটা আফগানিস্তান দখল করে আশরফ গনির থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর দেশ আর বিশ্বের মানুষকে তালিবানরা আশ্বস্ত করেছিল যে, তাঁরা কারও কোনও ক্ষতি করবে না। মহিলাদের সম্মান দেওয়া হবে। কিন্তু মুখে যতই শান্তির কথা বলুক না কেনও তালিবান, বাস্তবে যে তাঁরা শান্তিকামী নয় সেটা বারবার ধরা পড়ছে।

   

বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে দেশ ছাড়তে যাওয়া মহিলা আর বাচ্চাদের উপর হামলা করতে দেখা গিয়েছিল তালিবানি জঙ্গিদের। পাশাপাশি এক মহিলা বোরখা না পরে বের হওয়ায় তাঁকে হত্যাও করেছিল জঙ্গিরা। আর এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে, যা তালিবানদের মুখোশ খুলে দিয়েছে।

ভিডিওতে আফগান মহিলাদের কাতর আর্তি শোনা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, আফগান মহিলারা মার্কিন সেনার সামনে কেঁদে কেঁদে প্রাণ বাঁচানোর আবেদন করছেন। অসহায় মহিলারা বলছেন, ‘তালিবান আসছে, আমাদের বাঁচান।” বন্ধ একটি গেটের ওপারে থাকা অসহায় আফগান মহিলাদের কাঁদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ভিডিওটি কাবুল বিমানবন্দরের বলে দাবি করা হচ্ছে। তবে শুধু এই ভিডিওটি নয়, সোশ্যাল মিডিয়ায় তালিবানি অত্যাচার নিয়ে বিভিন্ন ছবি আর ভিডিও ভাইরাল হচ্ছে। অন্যদিকে, গতকাল কাবুলের রাস্তায় একাধিক মহিলাদের তালিবান জঙ্গিদের সামনে দাঁড়িয়ে তাঁদেরই বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর