বাংলাহান্ট ডেস্কঃ জীবন যুদ্ধে হার মানলেন বাংলার সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শিল্পী পিলু ভট্টাচার্য (Piloo Bhattacharya)। শেষের দিকে বেশকিছু দিন বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। এরপর বাড়িতে থাকাকালীন আচমকাই গতকাল রাতে বুকে ব্যাথা হওয়ায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার অন্যতম সংগীত শিল্পী পিলু ভট্টাচার্য।
ছোট বেলা কাটিয়েছেন উত্তর কলকাতায়। পড়াশুনার পাশাপাশি গানকে নিজের প্রথম পছন্দ হিসাবে বেছে নিলেও, তাঁর এই চলার পথ খুব একটা সহজ ছিল না। প্রথম জীবনে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ধীরে ধীরে কিছুটা নাম অর্জন করতে থাকনে। এরপর শুরু দীর্ঘ সংগ্রামের পথ।
পড়াশুনা শেষ করে সম্পূর্ণ ভাবেই গানের জগতে মনোনিবেশ করেন পিলু ভট্টাচার্য। এরপর তাঁর প্রতিভার জোরে একের পর এক সিনেমায় হিট হয় তাঁর গাওয়া গান। এরই মধ্যে আবার নিজের লেখা এবং সুর সহযোগে প্রকাশ করেন নতুন অ্যালবাম। ২০০৭ সালে তাঁর রাধামাধব অ্যালবাম গোটা বাংলার মানুষের মন জয় করে নেয়। ব্যাস, আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
এভাবে পথ চলতে চলতে ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় টিম ইন্ডিয়ার জন্য, বাংলা এবং হিন্দি- দুই ভাষাতেই ‘ইন্ডিয়া জিতেগা’ গান গেয়েছিলেন তিনি। একসময় প্রাক্তন ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তীর খুব কাছের মানুষ ছিলেন তিনি। এমনকি বিখ্যাত ফুটবলার মারাদনার সামনে গান গেয়ে, আরও সুনাম অর্জন করেন তিনি।
শুধু মাত্র গান গাওয়াই নয়। গানের কারণে দেশ বিদেশে ঘোরার পাশাপাশি ইউনিভারসাল রের্কড বুক থেকে পুরস্কার পাওয়া থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম পুরস্কার- বহু সম্মানে সম্মানিত হয়েছিলেন এই বাংলার ছেলে পিলু ভট্টাচার্য।